কলকাতা : অডিও ক্লিপ বিতর্কে (Audio Clip Controversy) এবার সুর চড়ালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিরোধী দলনেতার হুঁশিয়ারি,  "যদি এটা তদন্তের আওতায় না আসে, তাহলে আমি ভুবনেশ্বরে যাব। সেখানে লিখিত নথি জমা করব।" 


গত পরশু একটি অডিও ক্লিপ ট্যুইট করেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সেখানে দুই ব্যক্তির মধ্যে দুর্ঘটনা-সংক্রান্ত কথোপকথন ছিল। সেই অডিও ক্লিপে নিজেদের রেল আধিকারিক বলে জানিয়েছিলেন ওই দুই ব্যক্তি। 


ট্যুইটে কুণাল ঘোষ দাবি করেন, 'সিগন্যাল ছিল মেন লাইনের, পয়েন্ট ছিল লুপলাইনে।' অডিও ক্লিপে যে ২ জনের কথোপকথন শোনা যাচ্ছে, তাঁদের রেলের দুই কর্তার বলে দাবি করেন কুণাল ঘোষ। পাশাপাশি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ট্যুইটারে লেখেন, 'অডিওর সত্যতা যাচাই হয়নি।' 'তবে, বড়সড় গোলমাল আছে, বিষয়টি তদন্ত সাপেক্ষ' বলেও দাবি করেন কুণাল ঘোষ।    


তা নিয়ে আগের দিনই প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু। তাঁর প্রশ্ন ছিল, 'তৃণমূলের মুখপাত্র কীভাবে পেলেন অডিও ক্লিপ, সেটাও তদন্তের আওতায় আনা উচিত।' তিনি আরও বলেন, 'রেলের দুই আধিকারিকের কথোপকথন তাঁরা কেউ রেকর্ড করেননি। ফোন ট্যাপ করে সেই কথোপকথন রেকর্ড করা হয়েছে, এটাও তদন্তের আওতায় রাখা উচিত।'


একইভাবে আজও শুভেন্দু বলেন, "দুই রেল আধিকারিকের ফোনে কথোপকথন খুব গুরুতর বিষয়। এটা কী করে লিক হল ? কে তাদের দুটো ফোন ট্যাপ করল ? এই বিষয়টাও তদন্তের আওতায় আসা উচিত। গতকালই আমি পরিষ্কার বলেছি, আমি অবজার্ভ করছি, যদি এটা তদন্তের আওতায় না আসে, তাহলে আমি ভুবনেশ্বরে যাব। সেখানে লিখিত নথি জমা করব।"


বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর, ৩ দিন কেটে গিয়েছে। দুর্ঘটনাস্থলে নতুন লাইন পাতার কাজও সারা। ৪ দিনের মাথায়, দুর্ঘটনার কারণ জানতে আজ বালেশ্বরে পৌঁছয় সিবিআইয়ের তদন্তকারী দল। ১০ সদস্যের কেন্দ্রীয় দলের নেতৃত্বে সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর বিপ্লব চৌধুরী। ট্রেন দুর্ঘটনার নেপথ্যে নাশকতা নাকি, অন্তর্ঘাত, তা জানতেই এই সিবিআই তদন্ত। এদিকে, কমিশনার অফ রেলওয়ে সেফটি রিপোর্ট দেওয়ার আগেই সিবিআই তদন্তের ঘোষণা নিয়ে কেন্দ্রকে নিশানা করেছে কংগ্রেসের।  


বালেশ্বরে রেল বিপর্যয়ের (Balasore Train Accident) দিন কোন রেলকর্মীরা উপস্থিত ছিলেন সকালের ডিউটিতে, কারা ছিলেন বিকেলে ? উপস্থিত হওয়া রেলকর্মীদের তালিকা তৈরি করল সিবিআই (CBI)। এমনই খবর সূত্রের। সূত্রের আরও খবর, কারা ওইদিন ছুটিতে ছিলেন, সে নিয়েও তথ্য সংগ্রহ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি।


সিবিআইয়ের প্রশ্ন, দুর্ঘটনার আগে সিগন্যাল রুমে কী হচ্ছিল, কারা ছিলেন প্যানেল কন্ট্রোল রুমে (Panel Control Room) ? কে প্যানেল কন্ট্রোল রুমে পয়েন্ট চেঞ্জ করতে হবে বলে নির্দেশ দেন ? সিগন্যাল সবুজ থাকা সত্ত্বেও লুপ লাইনে কেন ট্রেন ? এই প্রশ্নেরই উত্তর খুঁজছে সিবিআই। ষড়যন্ত্র, না নাশকতা, দুর্ঘটনার পিছনে কারণ জানতে তদন্তে কেন্দ্রীয় সংস্থা।