হাওড়া : করমণ্ডল নয় যেন ডেথ এক্সপ্রেস। বালেশ্বরে মৃত্যুমিছিল। বালেশ্বরের কাছে বাহানাগা বাজার স্টেশনে ঘটা করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express Derailed) দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৯৫ জনের মৃত্যুর খবর মিলেছে, আহত অন্তত ৬৫০। এখনও দুর্ঘটনাগ্রস্ত কামরা থেকে বের করা হচ্ছে দেহ। মৃত ও আহতর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। আর যে মৃত্যু নিয়ে কেন্দ্রীয় সরকারকে চড়া সুরে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাশাপাশি কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 


মেদিনীপুর পেরিয়ে হাওড়ায় পৌঁছেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা। করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার জেরে যাবতীয় কর্মসূচিতে কাটছাঁট করা হয়েছে। শুধুমাত্র সূচি মেনে বিভিন্ন জায়গায় গিয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে তিনি সাক্ষাত সারছেন বলেই জানিয়েছেন অভিষেক। যে যাত্রার মাঝেই ভয়াবহ দুর্ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, 'মন্ত্রীরা রেলে চড়েন না, বিমান-কপ্টারে ওঠেন। মর্মান্তিক দুর্ঘটনা, রেল মন্ত্রীর পদত্যাগ করা উচিত। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্টি কলিশন ডিভাইসের কথা বলার তেরো-চোদ্দ বছর পরেও কেন তা চালু হল না? এত প্রাণের দাম কে দেবে?'


কেন্দ্রীয় সরকারের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আক্রমণ শানিয়ে অভিষেক বলেছেন, 'এই মৃত্যুমিছিলের দায় এড়াতে পারে না রেল ও সরকার। ভোটের রাজনীতি করতে তড়িঘড়ি সব উদ্বোধন কেন? রাজনীতি করতে গিয়ে মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলবেন না। আপনাদের দম্ভ-ঔদ্ধত্যের জন্য মানুষের প্রাণ যাচ্ছে। লাশের ওপর দাঁড়িয়ে রাজনীতি করছেন। এই টাকা যদি মানুষের সুরক্ষায় কাজে লাগানো হত, তাহলে আজ এই দিন দেখতে হত না'।


আরও পড়ুন- মৃত্যুমিছিলে ভয়াবহতম দুর্ঘটনা, তবে ৪৬-এর করমণ্ডল এর আগেও একাধিক বার দুর্ঘটনার কবলে


কিন্তু কেন ঘটল এই দুর্ঘটনা। দুর্ঘটনা এড়ানোর জন্য কবচের সুবিধা কি ছিল না এই লাইনে ? শনিবার উদ্ধারকাজ শেষে বালেশ্বরের রেলওয়ে মুখপাত্র অমিতাভ শর্মা জানালেন, 'উদ্ধারকাজ শেষ হয়েছে, এখন আমরা পুনরুদ্ধারের কাজ শুরু করছি। দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ প্রতিরোধকাারী কবচের সুবিধে এই রুটে উপলব্ধ ছিল না '। তিনি আরও জানান, বর্তমানে এই কবচের সুবিধা হাওড়া - দিল্লি ও দিল্লি - মুম্বই লাইনে উপলব্ধ রয়েছে। সব লাইনে এই কবচের সুবিধে নেই। 


আরও পড়ুন: আমের পরে ঠান্ডাপানীয় খেলে সত্যিই বিপদ? না কি শুধুই রটনা?