সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, কলকাতা: রাজ্যে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। প্রায় ৩ মাস পর, ফের দৈনিক সংক্রমণের সংখ্যা ১০০ পার। কলকাতায় লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।



দীর্ঘ তিন মাস পর, ফের রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ একশো’র গণ্ডি ছাড়াল। স্বাস্থ্য দফতরের শনিবারের হেল্থ বুলেটিন বলছে, ২৪ ঘণ্টায়, রাজ্যে সংক্রমিত ১৩৯ জন। হেল্থ বুলেটিনের পেজে, নিউ পজিটিভ কেস টোটাল - ১৩৯। শুক্রবার সংখ্যাটা ছিল ১০৭। 


গত ১১ মার্চ। রাজ্যে শেষবার দৈনিক করোনা সংক্রমণ ১০০-র গণ্ডি পেরিয়েছিল। সেদিন আক্রান্তের সংখ্যা ছিল ১০৬। গত দু’মাসে সর্বনিম্ন সংক্রমণ ছিল ১৬ এপ্রিল। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৩। অর্থাত্‍, মাঝে দু’মাসে করোনা সংক্রমণের গ্রাফ কিছুটা নিম্নমুখী হলেও, ফের মাথাচাড়া দিচ্ছে মারণ ভাইরাস। 


MR বাঙুর হাসপাতালের সুপার শিশির নস্কর বলেন, "এর জন্য আমরাই দায়ী। আমাদের কোথাও বলা হয়নি করোনা চলে গেছে। মানুষের সচেতনতার অভাব।" স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত কয়েক সপ্তাহে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। 


আরও পড়ুন, দাবদাহের মাঝে স্বস্তির খবর! কলকাতায় বর্ষার প্রবেশ কবে? জানিয়ে দিল আবহাওয়া অফিস


গত একসপ্তাহে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪৯১ জন। এর আগের সপ্তাহে আক্রান্ত হন ২৯০জন। তার আগের সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যাটা ছিল ২২৭। গোটা মে মাসে যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ১১৪৫ জন। সেখানে, জুনের ১০ তারিখের মধ্যেই আক্রান্তের সংখ্যা ৬২৯। অর্থাত্‍ অর্ধেকের বেশি!         


ভাইরোলজিস্ট অমিতাভ নন্দী বলেন, "ভাইরাস সবসময় পরিবর্তনশীল। বেঁচে থাকতে চায়। বেঁচে থাকবে অন্য প্রাণীর শরীরে। চরিত্র বদলায়। স্ট্রেনে বদল হয়েছে কিনা, পরীক্ষা না করে বলতে পারব না। তবে এটা প্রাণঘাতী নয়।" 


শনিবারের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছে ৭৮ জন। শুক্রবার সংখ্যাটা ছিল ৪৮ জন। অর্থাত্‍, শহরে সংক্রমণ প্রায় দ্বিগুণের কাছাকাছি। সংক্রমণে কলকাতার পরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২৯।