সঞ্চয়ন মিত্র, কলকাতা: উত্তরে বর্ষার ধারাপাত চললেও, বঞ্চিত দক্ষিণ। এবার সেভাবে কালবৈশাখীরও দেখা মেলেনি। ফলে সকাল হলেই চড়া রোদ, সঙ্গে আর্দ্রতা। দিনভর গলদঘর্ম। আকাশের দিকে তাকিয়ে চাতক দক্ষিণবঙ্গবাসী।                 


প্রশ্ন একটাই, কতদূরে বর্ষা? 


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,  ১৪ থেকে ১৬ জুনের মধ্যে উত্তরবঙ্গের বাকি অংশ ও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হবে বর্ষা। ফলে ১৪ জুনের পর দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, স্বাভাবিক নিয়মে বর্ষা এগোলে শনিবারই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার কথা। কিন্তু উত্তরবঙ্গে এবার তাড়াতাড়ি বর্ষা ঢুকলেও, সেখানেই থমকে গিয়েছে গতি।                              


আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে,    আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের উপর দিয়ে অক্ষরেখা অবস্থিত হওয়ায়, সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। প্রসঙ্গত, এবার দক্ষিণবঙ্গে দেরিতে বর্ষা। কলকাতায় বর্ষা আসার নির্ধারিত সময় ১১ জুন। কিন্তু ১৫ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হবে না বলেই মনে করছেন আবহবিদরা।                                     


আরও পড়ুন, 'মুখ্যমন্ত্রী নয়, বিশ্ববিদ্যালয়ের আচার্য হোক কোনও শিক্ষাবিদ', বিবৃতি বিশিষ্টদের


কোন কোন জেলায় বৃষ্টি? 


আগামী কয়েকদিন পশ্চিমাঞ্চলের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান ছাড়াও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। অন্যদিকে, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।