কলকাতা: এবার টালিগঞ্জের (Tollyganj) স্টুডিওপাড়াতেও করোনার (Corona) থাবা। দ্বিতীয়বার করোনা আক্রান্ত অভিনেত্রী রেশমি সেন (Reshmi Sen)। নিয়েছিলেন ভ্যাকসিনের দুটি ডোজ।  করোনা আক্রান্ত অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)।


বলিউড থেকে টলিউড, একের পর এক তারকা করোনায় (Coronavirus) আক্রান্ত হয়েছেন ইতিমধ্যেই। কেউ দ্বিতীয়বার আক্রান্ত। কারও আবার টিকার ডবল ডোজের পরও সংক্রমণ হয়েছে। সদ্যই খবর পাওয়া গিয়েছিল কোভিড১৯-এ আক্রান্ত হয়েছেন কবি শ্রীজাত। মঙ্গলবার ফেসবুকে নিজেই সংক্রমিত হওয়ার কথা জানান তিনি। তিনি লেখেন, 'দ্বিতীয়বার কোভিড-আক্রান্ত হলাম। এইবার প্রতিষেধকের দুটি টিকা'র পরেও। আপাতত সামান্য উপসর্গ নিয়ে ঘরেই নিভৃতবাস পালন করছি। যাঁরা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, অবশ্যই নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নিন। সাবধানে থাকুন সকলে, সুস্থ থাকার ও রাখার চেষ্টা করুন। আর হ্যাঁ, এই ক'দিন বিশেষ ফোনালাপ বা বার্তালাপ করতে পারছি না, সে-জন্য মার্জনাপ্রার্থী।'


দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন তারকা দম্পতি রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। আগেও একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ফের করোনায় আক্রান্ত হলেন তাঁরা। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই খবর দিয়েছেন পরিচালক। জানিয়েছেন, তাঁর এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। তাঁরা দুজনেই বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন। এর সঙ্গে প্রত্যেককে মাস্ক পরতে এবং করোনাবিধি মানার আবেদনও জানিয়েছেন।


এদিন মাইক্রো ব্লগিং সাইট টুইটারে রাজ চক্রবর্তী লেখেন, 'শুভশ্রী এবং আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। আমরা বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছি। প্রত্যেকে সুরক্ষিত থাকুন, মাস্ক পরে থাকুন। আর অবশ্যই যাতবীয় কোভিডবিধি মেনে চলুন।'


শুধু টলিউডই নয়, করোনার হানা বি-টাউনেও। একে একে বেশ কিছু খবর এসেছে ইতিমধ্যেই।


অমিতাভ বচ্চনের ঘরে ফের করোনা সংক্রমণ। এবার সংক্রমিত অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) ২ কর্মচারী, এমনটাই খবর সূত্রের। নিজের ব্লগেই এই তথ্য দিলেন অমিতাভ বচ্চন। তিনি লেখেন, ‘ঘরে কোভিড পরিস্থিতি, পরে সবার সঙ্গে যোগাযোগ করব’। 


গত বছর করোনা আক্রান্ত  হন অমিতাভ বচ্চন। এর পর তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। তারপরই অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যা বচ্চনও আক্রান্ত হন করোনায়। উদ্বেগ প্রকাশ করে এদিন ব্লগে লেখেন বিগ বি যে তাঁর বাংলোয় ফের করোনা হানা দিয়েছে। সূত্রের খবর, অমিতাভের বাংলোর এক মালি করোনা আক্রান্ত হয়েছেন। পাশাপাশি আক্রান্ত অর্জুন কপূর এবং তাঁর বোনও। তালিকায় রয়েছেন গায়ক সনু নিগমও।