বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: করোনা (Corona) পরিস্থিতির উত্তরোত্তর বৃদ্ধির জেরে আপাতত স্থগিত রাখা হল পূর্ব মেদিনীপুরের জেলা বইমেলা (East Midnapore District Book Fair)। আগামী ৮ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত এই বইমেলা হওয়ার কথা ছিল। কিন্তু করোনার বাড়বাড়ন্তের কারণে আপাতত বইমেলা স্থগিত রাখার নির্দেশ এসেছে সরকারি তরফে।
পাঁশকুড়া পুরসভার (Panskura Municipality) ১১ নম্বর ওয়াডের নারায়ণদীঘি ফুটবল মাঠে এই মেলা হওয়ার কথা ছিল। সেই মতো মাঠে প্যান্ডেল তৈরির কাজ চলছিল। তবে এই নির্দেশিকা আসার পর কাজ বন্ধ হয়ে রয়েছে। বইমেলার যুগ্ম সম্পাদক ও পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান নন্দ মিশ্র জানিয়েছেন, করোনার কারনে মেলা স্থগিত রাখা হলো। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে তারিখ ও সময় আবার জানানো হবে বলে জানিয়েছেন।
লাফিয়ে বাড়ছে রাজ্যের করোনা (Corona) সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department Bulletin) প্রকাশিত মঙ্গলবারের (৪ জানুয়ারি) বুলেটিন অনুযায়ী, রেকর্ড লাফে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ টপকে গেল ৯ হাজার। ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৩ জন। এই সময়পর্বে মৃত্যু হয়েছে ১৬ জনের। আর চিন্তার রেশ বাড়িয়ে শুধুমাত্র কলকাতাতেই (Kolkata) গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছুঁতে চলেছে। বুলেটিন জানাচ্ছে, একদিনে কলকাতায় নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৫৯ জন। মৃত্যু ৫ জনের। কলকাতার পাশাপাশি চিন্তা বাড়ছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পশ্চিম বর্ধমান, বীরভূমের মতো জেলাকে নিয়েও। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনাতেও করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৯১ জন। মৃত্যু ৩ জনের। এই সময়পর্বে হাওড়ায় সংক্রমিত ৬৯৮, মৃত ২। দক্ষিণ ২৪ পরগনার সংক্রমিত ৫২৫, মৃত ২। হুগলিতে ৪০০ জন সংক্রমিত, তবে মৃত্যুর কোনও খবর নেই। অপরদিকে, বীরভূমে ২১৯ জন সংক্রমিত ও ৪ জনের মৃত্যুর খবর গত একদিনে।