কলকাতা: রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধের (Corona Restriction)মেয়াদ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হল। তবে বেশ কিছুক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  (CM Mamata Bandyopadhyay) নবান্নে এ ব্যাপারে ঘোষণা করেছেন।  তিনি জানিয়েছেন, ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে ফের খুলছে স্কুল-কলেজ। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ফের খুলছে স্কুল। পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত চলবে ‘পাড়ায় শিক্ষালয়’।


সুইমিং পুলেও ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার কথা বলা হয়েছে, খুলছে পর্যটন কেন্দ্রও। রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মসূচিতে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়। রাস্তার মিটিং মিছিলে সর্বাধিক ২০০ জনের বিধিনিষেধ জারি থাকবে। অডিটোরিয়াম, রেস্তোরাঁ, পানশালায় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। সিনেমা হলেও ৭৫ শতাংশ পর্যন্ত দর্শকে ছাড় দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।


৭৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি ও বেসরকারি অফিসে কাজ চালানো যাবে বলেও জানানো হয়েছে। 


এবার থেকে সপ্তাহে ৭ দিনই মুম্বই, দিল্লি উড়ান চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বেঙ্গালুরু-কলকাতা উড়ানে বহাল আগের কড়াকড়ি থাকছে। লন্ডন-কলকাতার উড়ানেও উঠল কড়াকড়ি, তবে বাধ্যতামূলক আরটিপিসিআর টেস্ট। বজায় থাকছে রাত ১১ থেকে ভোর ৫টা পর্যন্ত বিধিনিষেধ।


এর আগে গত ১৭ জানুয়ারি বিধিনিষেধে কিছু ছাড় দেওয়ার কথা ঘোষণা হয়েছিল। জানানো হয়েছিল,  ‘৫০ শতাংশ উপস্থিতি নিয়ে খোলা যাবে জিম।  রাত ৯টা পর্যন্ত ৫০ শতাংশ উপস্থিতিতে জিম খোলায় অনুমতি দেওয়া হয়েছিল।  আউটডোরে ৫০ শতাংশ দর্শক নিয়ে যাত্রায় অনুমতি দিয়েছিল রাজ্য সরকার।  হলের মধ্যে অনুষ্ঠানে ৫০ শতাংশ দর্শক কিংবা ২০০জন পর্যন্ত দর্শকে ছাড় দেওযার কথাও জানানো হয়েছিল। সেইসঙ্গে করোনা বিধি মেনে ফিল্ম-টিভির আউটডোর শ্যুটিংয়েও ছাড় দেওয়ার কথা জানানো হয়েছিল। 


এক আগে গত ১৫ জানুয়ারি জানানো হয়েছিল যে, করোনা বিধি মেনে খোলা জায়গায় করা যাবে মেলা। ৫০ থেকে বাড়িয়ে ২০০ করা হয়েছিল বিয়ে বাড়িতে আমন্ত্রিতের সংখ্যা।