ঝিলম করঞ্জাই, কলকাতা: ২৪ ঘণ্টায় রাজ্য়ের ৩ করোনা (Corona) আক্রান্তের মৃত্য়ু। এরমধ্য়ে বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্য়ু হয়েছে ২ জনের। এবং আর জি কর হাসপাতালে মৃত্য়ু হয়েছে ১৫ বছরের এক কিশোরের। শুধু রাজ্য় নয়, দেশেও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ-বৃদ্ধির নেপথ্য়ে রয়েছে করোনার নতুন ভ্য়ারিয়েন্ট।


তিন করোনা আক্রান্তের মৃত্য়ু: ২০২০ থেকে ২০২১, দু’বছর ধরে করোনার ভয়ঙ্কর তাণ্ডবলীলার সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। মৃত্যু মিছিল, হাসপাতালে রোগীদের ভিড়, অক্সিজেনের জন্য হাহাকার। ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে জনজীবন স্তব্ধ করা লকডাউন। তার ফলস্বরূপ ভয়ঙ্কর বেকারত্ব। এসবের সাক্ষী থেকেছে গোটা দেশ। এরইমধ্য়ে এসেছে ভ্য়াকসিন। করোনাকে মোকাবিলা করে এখন স্বাভাবিক হয়ে উঠেছে বিশ্ব। কিন্তু এরইমাঝে নতুন করে ভয় ধরাচ্ছে Covid19। ফের লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্য়া। বাড়ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে মৃত্য়ু হয়েছে ৩ করোনা আক্রান্তের। এরমধ্য়ে ২ জনের মৃত্য়ু হয়েছে বেলেঘাটা আইডিতে। আরেকজনের আরজি কর মেডিক্য়াল কলেজে।


শুক্রবার, আর জি কর হাসপাতালে মৃত্য়ু হয় করোনা আক্রান্ত ১৫ বছরের এক কিশোরের। হাসপাতাল সূত্রে খবর, গোবরডাঙার বাসিন্দা, ওই কিশোর কিডনির সমস্য়ায় ভুগছিল। এমাসের ৮ তারিখ ভর্তি করা হয় হাসপাতালে। শুক্রবার সকালে সব শেষ। এদিন সকালেই বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্য়ু হয়,দমদম ক্য়ান্টনমেন্টের বাসিন্দা, করোনা আক্রান্ত ৭৭ বছরের বৃদ্ধর। হাসপাতাল সূত্রে খবর, বয়সজনিত কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ছিল কোমর্বিডিটি। বৃহস্পতিবার সন্ধেয়, এই হাসপাতালে মৃত্য়ু হয় করোনা আক্রান্ত ৬৮ বছরের এক ব্য়ক্তির। তাঁর বাড়ি হাওড়ার বোটানিক্য়াল গার্ডেন এলাকায়। মৃত্য়ুর কারণ হিসেবে ডেথ সার্টিফিকেটে উল্লেখ রয়েছে, হাইপারটেনশন, ডায়াবেটিস, পার্কিনসনস।


কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রক (Ministry of Health and Family Welfare) সূত্রে খবর, শুক্রবারের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৩৩ জন। অ্য়াক্টিভ রোগীর সংখ্য়া ৫৩ হাজার ৮৫২। গবেষকরা বলছেন, এই মুহূর্তে দেশে দাপিয়ে বেড়াচ্ছে ওমিক্রনের নতুন ভ্য়ারিয়েন্ট XBB.1.16 (আর্কটুরাস)। চিকিৎসকরা বলছেন, ওমিক্রনের থেকেও বেশি সংক্রামক এই উপপ্রজাতি। এছাড়াও সংক্রমণ ছড়াচ্ছে, ওমিক্রনেরই আরেকটি ভ্য়ারিয়েন্ট XBB.1.15 (ক্র্যাকেন)। তবে রাজ্য়ে এখনও এই নতুন ভ্য়ারিয়েন্টের অস্তিত্ব মেলেনি বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: Acidity After Workout: শরীরচর্চার পরেই অ্যাসিডিটি হচ্ছে? এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে?