ঝিলম করঞ্জাই এবং সন্দীপ সরকার, কলকাতা: করোনা (Coronavirus) নিয়ে উৎকণ্ঠার মধ্যে নবান্নে (Nabanna) উচ্চপর্যায়ের বৈঠক করলেন মুখ্যসচিব (Chief Secretary)। সূত্রের দাবি, রাজ্যজুড়ে (West Bengal) করোনার জন্য ৩ হাজার ৭১৮টি বেড প্রস্তুত রাখা হচ্ছে। এর, পাশাপাশি হাসপাতালগুলিকে (Hospital) সরঞ্জাম ঠিক আছে কি না, তা খতিয়ে দেখে স্বাস্থ্যভবনে রিপোর্ট দিতে বলা হয়েছে।


চিনকে (China) ছারখার করছে করোনা। এই পরিস্থিতিতে ভারতে, ভয় বাড়াচ্ছে ওমিক্রনের (Omicron) নতুন সাব ভ্যারিয়েন্ট (Sub Variant) BF.7। কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞরা বলছেন, আগামী ৪০ দিন সতর্ক থাকতে হবে। এই পরিস্থিতিতে, নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এই বৈঠকে হাসপাতালগুলিকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে।                                            


আরও পড়ুন, 'আগামী ৪০ দিন গুরুত্বপূর্ণ হতে চলেছে', কোভিড বৃদ্ধি নিয়ে সতর্কতা জারি হতে পারে দেশে?


সরঞ্জাম সব ঠিক আছে কি না, তা খতিয়ে দেখে স্বাস্থ্যভবনে রিপোর্ট দিতে হবে। রাজ্যজুড়ে করোনার জন্য ৩ হাজার ৭১৮টি বেড প্রস্তুত রাখা হচ্ছে। এদিনের বৈঠকে, কোভিড টেস্ট বাড়ানোর কথা বলা হয়েছে। সব ধরনের কিট যেন মজুত থাকে, সেই বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। হাসপাতালগুলিতে অক্সিজেন কনসেনট্রেটর রাখতে বলা হয়েছে। করোনা আক্রান্তদের উপর বিশেষ নজরদারি করতে হবে। যাঁদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাঁদের দিকে নজর দিতে হবে। এয়ারপোর্টে নজরদারি আরও বাড়াতে বলা হয়েছে।                                                              


নবান্ন সূত্রে দাবি, রাজ্যে এখনও পর্যন্ত ২৬ শতাংশ মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। মুখ্যসচিব জানিয়েছেন, রাজ্যে যে বুস্টার ডোজের প্রয়োজন রয়েছে, সেকথা কেন্দ্রীয় সরকারকে জানানো হবে।    


অন্যদিকে, সরকারি আধিকারিক সূত্রের খবর, আগামী ৪০ দিন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। দু'বছর আগের ট্রেন্ড অনুযায়ী, জানুয়ারির মাঝামাঝি সময়েই করোনা সংক্রমণ হু হু করে বেড়েছিল। এবারও সেই আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছে না বিশেষজ্ঞমহল। আর সেই ট্রেন্ড ধরলে বছর শেষের রাত এবং বর্ষবরণের রাতে ভিড় হবে সর্বত্রই। যেখান থেকে মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে ওমিক্রন (Omicron) ভাইরাসের এই নয়া সাবভ্যারিয়েন্ট।