শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: আবাস যোজনায় (PM Awas Yojana) দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য, রেহাই নেই তৃণমূল নেতারও (TMC)। 'দুর্নীতির' বিরুদ্ধে মুখ খোলায় কোচবিহারে (Coochbehar) তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে আগুন। দলেরই একাংশের বিরুদ্ধে হামলার বিস্ফোরক অভিযোগ গীতালদহের তৃণমূল নেতার।


 সামনেই পঞ্চায়েত নির্বাচন। কোচবিহারের গীতালদহে প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। গ্রামে পুলিশ মোতায়েন থাকা সত্বেও দলীয় পঞ্চায়েত প্রধানের স্বামী তথা তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে বাড়িতে আগুন লাগানো এবং মারধর করার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য।


গীতালদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য আজিদুল রহমানের দাবি, আবাস যোজনায় ঘর পাইয়ে দিতে কাটমানি নেওয়ার প্রতিবাদ করায় পঞ্চায়েত প্রধানের স্বামী মাফুজার রহমান, যিনি আবার গীতালদহ অঞ্চলের তৃণমূলের সভাপতি, তিনি বাড়িতে চড়াও হয়ে মারধর করেন। এমনকী, বাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়।                                                                                 


তৃণমূল সদস্য আজিদুল রহমান বলেন, "ব্লক অফিসে কাগজ দিতে গেছিলাম, মাফুজার হুমকি দেয়। ও মানুষের থেকে ঘরের নাম করে টাকা-পয়সা চাচ্ছিল। এই জন্যই বাড়িতে আসে, মারধর করে। বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আমিও তৃণমূল করি, ওরাও তৃণমূল করে।"                                                               


আরও পড়ুন, UGC-র কমিটিতে নেই বাংলার কোনও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি! পক্ষপাতদুষ্টের অভিযোগ ব্রাত্যর


অন্যদিকে, গীতালদহের অঞ্চল সভাপতি মাফুজার রহমান বলেন, "সম্পূর্ণ মিথ্যে অভিযোগ, আসলে যার ঘরপ্রাপক, ওরাই টাকা পয়সা চেয়েছে, এবং আলাদা করে ব্লক অফিসে জমা করতে গেছিল। গ্রামবাসীরা বুঝতে পেরেযে, প্রতারণা করেছে, গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছে।"                                                                                                                     


গীতালদহে প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব। কোচবিহারের জেলা কমিটির সদস্য মানস ঘোষ বলেন, "তৃণমূলের পঞ্চায়েত দদস্য, সে দেখিয়ে দিচ্ছে, তৃণমূলের কী অবস্থা।" দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন, "অভিযোগ করলে প্রমাণ দিতে হবে, দলের বক্তব্য, টাকা নেওয়া বরদাস্ত করা হবে না।" 


পুলিশ সুপার জানিয়েছেন, দু-পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মঙ্গলবার থেকে ঝামেলা চলছে। সে জন্য পুলিশ মোতায়েন ছিল। পুলিশ থাকায় দু-পক্ষই এলাকা থেকে সরে যায়। হঠাৎ ওই বাড়িতে আগুন লাগে। কীভাবে আগুন লাগল কেউ দেখেনি। সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে দেওয়া হয়। কীভাবে আগুন, লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। কোনওরকম মারামারির ঘটনা হয়নি।