সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: রাজ্যে ক্রমশ বাড়ছে। এই আবহে মাস্ক ব্যবহার না করায় রায়গঞ্জে ১৫ জনকে আটক করল রায়গঞ্জ থানার পুলিশ। পাশাপাশি চলছে সচেতনতার জন্য এলাকায় এলাকায় মাইকিং। মাস্ক না পরায় সাইকেলের হাওয়া ছেড়ে দেওয়ার পাশাপাশি মাস্ক কিনতে বাধ্য করায় পুলিশ।


করোনার আচমকা বাড়বাড়ন্ত প্রতিরোধে সোমবার থেকে রাজ্যজুড়ে চালু হয়েছে কঠোর বিধিনিষেধ। সারা রাজ্যের সাথে সাথে রাজ্য সরকারের এই বিধিনিষেধ কার্যকর করতে তৎপর রায়গঞ্জ থানার পুলিশ। উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় সোমবার সকাল থেকেই মাস্ক অভিযান শুরু করেছে পুলিশ। মাস্ক না পড়ার অপরাধে ইতিমধ্যেই ১৫ জনকে আটক করার পাশাপাশি বেশ কিছু সাইকেল আরোহীর সাইকেলের চাকার হাওয়া ছেড়ে দেয় পুলিশ। সাধারণ মানুষকে বাধ্য করে মাস্ক কিনে তা ব্যবহার করতে। 


সোমবার সকাল হতেই রায়গঞ্জ শহরের মোহনবাটি বাজার, কলেজপাড়া বাজার, দেবীনগর বাজার সহ বিভিন্ন জনবহুল এলাকায় সাধারন মাস্ক ব্যাবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন জানিয়ে মাইকিং করে রায়গঞ্জ থানার পুলিশ। সাধারণ মানুষের কাছে মাস্ক ব্যাবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন করার পাশাপাশি রাজ্য সরকারের কঠোর বিধিনিষেধ মাইকিংএর মাধ্যমে প্রচারও শুরু করে পুলিশ। 


কিন্তু এরপরেও উদাসীন মানুষজন মাস্ক না পড়েই রাস্তায় চলাচল করা এবং বাজার হাট করা শুরু করলে পুলিশ কঠোর হতে বাধ্য হয়। বেশ কয়েকজনকে আটক করার পাশাপাশি মাস্ক না পড়ে আসা মানুষদের মাস্ক কিনতে ও তা ব্যাবহার করতে বাধ্য করে পুলিশ। রায়গঞ্জ থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রায়গঞ্জের সচেতন নাগরিক।


এদিকে,  রাজ্যে হু হু করে ছড়িয়ে পড়ছে কোভিড সংক্রমণ (COVID Cases)। তার মধ্যেই ওমিক্রন (COVID Variant Omicron) নিয়ে নয়া নির্দেশিকা রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department)। তাতে বলা হয়েছে, বিদেশযাত্রার রেকর্ড রয়েছে যাঁদের, অথবা বিদেশফেরতদের সংস্পর্শে এসেছেন এমন কেউ করোনায় আক্রান্ত হলে জিনোম সিকোয়েন্সিক (Genome Sequencing) বাধ্যতামূলক। তবে করোনা হলেই কলকাতার বাসিন্দাদের জিন পরীক্ষা বাধ্যতামূলক নয় বলেও জানিয়েছে স্বাস্থ্য দফতর।