ঝিলম করঞ্জাই, কলকাতা: ডেল্টা, ওমিক্রন, ডেল্টাক্রনের পর এবার XE! উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন এই প্রজাতি। বিশেষজ্ঞদের দাবি, ওমিক্রনের থেকেও বেশি সংক্রামক XE। পৃথিবী থেকে এখনও দূর হয়নি মারণ ভাইরাসের অস্তিত্ব। উল্টে ব্রিটেন, জার্মানি, চিন, তাইওয়ানের মতো একাদিক দেশে দাপট দেখাচ্ছে করোনা। হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ।


পরিসংখ্যান কী বলছে?


পরিস্থিতি জটিল ব্রিটেনে। এখানকার অফিস অফ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ব্রিটেনে রেকর্ড সংখ্যক মানুষ সংক্রমিত হয়েছেন। ৪৩ লক্ষ থেকে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৯ লক্ষ হয়েছে। অর্থাৎ, এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ৬ লক্ষ।  প্রতি ১৩ জনের মধ্যে সংক্রমিত হচ্ছেন ১ জন। নতুন প্রজাতি XE-তে আক্রান্ত ৬৩৭।


কী এই XE প্রজাতি?


ওমিক্রনের BA.1 এবং BA.2 উপপ্রজাতির সংমিশ্রণের ফলেই  XE প্রজাতির উৎপত্তি। নতুন এই প্রজাতি ওমিক্রনের তুলনায় ১০ গুণ বেশি সংক্রামক বলে বিশেষজ্ঞদের দাবি। সংক্রমক রোগ বিশেষজ্ঞ অরিন্দম চক্রবর্তী বলেন, "ইংল্যান্ডে বাড়ছে, নতুন প্রজাতি মিলেছে, যতদিন যাবে এর মিউটেশন হবে, চিন্তার বিষয়, নজর রাখতে হবে।" কলকাতা মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজিস্ট সৌগত ঘোষ বলেন, "সত্যি উদ্বেগের বিষয়, আক্রান্তের সংখ্যা বাড়ছে, নতুন প্রজাতি, মানুষ সচেতন না হলে সমস্যা, অনেকেই ভ্যাকসিন বিরোধী।" 


আরও পড়ুন, ওমিক্রনের চেয়েও বেশি সংক্রামক, ব্রিটেনে করোনার নতুন রূপ XE, সংক্রমিত বহু


এদিকে করোনার সংক্রমণ কমায় ১ এপ্রিল থেকে রাজ্যে করোনার বিধিনিষেধ শিথিল হয়েছে। দেশে স্বাভাবিক হয়েছে আন্তর্জাতিক উড়ান পরিষেবা। এই প্রেক্ষাপটে ব্রিটেনে হদিশ মেলা XE-র প্রভাব এদেশে পড়বে না তো? সৌগত ঘোষের কথায়, "আন্তর্জাতিক উড়ান চালু হয়েছে, মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে, না হলে বিপদ।" 


এদিকে অনেকেই চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করলেও, নাইসেড অধিকর্তা শান্তা দত্ত আবার অন্য দাবি করছেন। তিনি বলেন, "আমার মনে হয় না ফোর্থ ওয়েভে ভয়াবহতা হবে, এখানে ভ্যাকসিন নিচ্ছে, ইংল্যান্ডে অনেকে ভ্যাকসিনের বিরোধী তাই হয়তো সেখানে প্রভাব বেশি।" বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, কোনও ঢিলেমি নয়। কারণ অসতর্ক হলেই ফের দেখা দিতে পারে বিপদ।