নয়াদিল্লি: যাই যাই করেও বিদায় নিচ্ছে না অতিমারির প্রকোপ। তার মধ্যেই ফের বিপদের কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation/WHO)। ব্রিটেনে নোভেল করোনাভাইরাসের নতুন রূপ ‘XE’ ধরা পড়েছে বলে জানাল তারা। এ যাবৎ করোনার যত রূপ ধরা পড়েছে, তার চেয়ে ‘XE’ বেশি সংক্রামক বলে জানিয়েছে হু।
ওমিক্রনের বংশ BA’1 এবং BA.2 একসঙ্গে চরিত্র বদল করেই করোনার নয়া রূপ ‘XE’-র সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হু। বলা হয়েছে, এক ব্যক্তির শরীরে করোনার বিভিন্ন প্রজাতি থাবা বসালেই এই ধরনের মিলিত রূপের সৃষ্টি হয়। দুই ভিন্ন রূপের জিনগত উপাদান একত্রিত হয়ে ভাইরাস চরিত্রবদল করলেই এই ধরনের মিশ্র রূপ তৈরি হয় বলে জানিয়েছেন ব্রিটেনের গবেষকরা।
সংক্রমণ ছড়ানোর ক্ষমতা অনেক বেশি
হু জানিয়েছে, করোনার ‘XE’ রূপ ওমিক্রনের চেয়েও ১০ শতাংশ বেশি সংক্রামক। এত থেকে গোষ্ঠী সংক্রমণ দ্রুত ছড়াতে পারে বলে জানিয়েছে তারা। এ নিয়ে এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে। আগামী দিনে ‘XE’ সংক্রান্ত আরো তথ্য তুলে ধরা হবে বলে জানানো হয়েছে হু-র তরফে।
আরও পড়ুন: Coronavirus India Updates: সংক্রমণ কমল দেশে, উদ্বেগ বাড়িয়ে ফের দৈনিক মৃত্যু বৃদ্ধি
ব্রিটেনের স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এ বছর ১৯ জানুয়ারি প্রথম করোনার ‘XE’ রূপের হদিশ মেলে। এখনও পর্যন্ত সে দেশে ৬৩৭ জনের মধ্যে ‘XE’ সংক্রমণ-এর হদিশ পাওয়া গিয়েছে। একই সঙ্গে ওমিক্রনের প্রকোপও এখনও যথেষ্ট উদ্বেগজনক জায়গায় রয়েছে গোটা বিশ্বে। মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, ব্রিটেনে ৪৯ লক্ষ মানুষ ওমিক্রনে আক্রান্ত হয়েছেন, তার আগের সপ্তাহের তুলনায় যা ৬ লক্ষ বেশি।
অতিমারির প্রকোপ এখনও অব্যাহত
এ দিকে, ওমিক্রনের দাপট অব্যাহত চিনেও। মার্চ মাসে সেখানে ১ লক্ষ ৪ হাজার মানুষ সংক্রমিত হয়েছেন। এর মধ্যে ৯০ শতাংশ সংক্রমণই ধরা পড়েছে শাংহাই এবং উত্তর-পূর্বের জিলিনে। পরিস্থিতি সামাল দিতে তাই ফের কড়া লকডাউন বিধি আরোপিত হয়েছে সেখানে।