ঝিলম করঞ্জাই, কলকাতা: কোভিড থেকে সেরে উঠলেও, রেহাই নেই। বেলেঘাটা আইডি ও যাদবপুরের আইআইসিবির সমীক্ষা বলছে, সুস্থ হয়ে ওঠার পর ৩৯ দিন পর আক্রান্তর মৃত্যু পর্যন্ত হয়েছে। বাড়ছে অনিদ্রা, ক্লান্তি, শ্বাসকষ্টের সমস্যা।
চিন, দক্ষিণ কোরিয়া, হংকং, ইউরোপে আবার ভয় ধরাচ্ছে করোনা...ঝড়ের গতিতে সংক্রমণ বৃদ্ধিতে নতুন ঢেউ আসার আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা...ইজরায়েলে পাওয়া গেছে করোনার নতুন রূপ...দাপট সেই ওমিক্রনের।
এই প্রেক্ষাপটে উদ্বেগ বাড়াল আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল, মেড আর্কাইভে প্রকাশিত রিপোর্ট। রিপোর্টে উল্লেখ, করোনার প্রভাব কতটা মারাত্মক হতে পারে তা নিয়ে সমীক্ষা চালায়, বেলেঘাটা আইডি হাসপাতাল ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি। ১৬০০ জনের উপর চালানো সমীক্ষায় দেখা গেছে, করোনা থেকে সেরে ওঠার তিনমাস পর্যন্ত বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে শ্বাসকষ্ট, ক্লান্তি, অনিদ্রা-সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এমনকী, সুস্থ হয়ে ওঠার ৩৯ দিন পর আক্রান্তর মৃত্যু পর্যন্ত হয়েছে। মৃত্যুর হার ৩.৬৫ শতাংশ। ২০-৪০ বছর বয়সীদের করোনা আক্রান্তদের মধ্যে যাঁদের হাইপারটেনশন বা ডায়াবিটিসের সমস্যা আছে, তাঁরাই আইসিইউ-তে ভর্তি ছিলেন।
আরও পড়ুন, চতুর্থ ঢেউয়ের শঙ্কা? রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজলকৃষ্ণ বণিক, বেলেঘাটা আইডির স্টাডি পৃথিবীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, ঘুমের ব্যাঘাত, মানসিক অস্থিরতা সম্ভবানা আছে, সুস্থ হয়ে গেলেও স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগে। এই পরিস্থিতিতে চিকিৎসকদের মতে, কোভিড থেকে সেরে ওঠলেও সতর্ক থাকা উচিত।
ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ রক্তিম গুহ বলেন, "কোভিড পরবর্তী সময়ে শর্ট টার্ম মেমরি লস হয়। ক্লান্তি, শ্বাসকষ্ট হচ্ছে। কাজ করতে গিয়ে ক্লান্ত হচ্ছে। মৃত্যুহারও উদ্বেগজনক। সমীক্ষা আরও বাড়াতে হবে।" কোভিড থেকে সেরে উঠলেও, রেহাই নেই। সব মিলিয়ে করোনা নিয়ে কাটছে না চিন্তা।