সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা : সোমবার থেকে রাজ্যে বন্ধ স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়। সন্ধের পর চলবে না লোকাল ট্রেন। বন্ধ চিড়িয়াখানা-সহ সমস্ত পর্যটনকেন্দ্র। কড়াভাবে মানতে হবে রাত্রিকালীন বিধিনিষেধ। সাময়িকভাবে বন্ধ লন্ডন থেকে আসা সমস্ত বিমান। দিল্লি-মুম্বই থেকে সপ্তাহে দু’দিন বিমান আসবে রাজ্যে। রাজ্যে ফের মারাত্বক আকার নিয়েছে করোনার সংক্রমণ। সঙ্গে চোখ রাঙাচ্ছে ওমিক্রনও! শেষ ৭ দিনে প্রায় সাড়ে ১০ গুণ বেড়েছে সংক্রমণ। কলকাতার পজিটিভিটি রেট বেড়ে হয়েছে প্রায় ৩৩ শতাংশ। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা।
তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা যখন দরজায় কড়া নাড়ছে, তখন কলকাতার পাশাপাশি প্রশাসনিক তৎপরতা দেখা গিয়েছে কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনায়। এই অবস্থায়, করোনা সংক্রমণ ঠেকাতে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। এরই মধ্যে দেখা গেল নিয়ম ভাঙার এই ভয়ঙ্কর চিত্র। কোথায় মাস্ক ! কোথাও দূরত্ব বিধি।
আরও পড়ুন :
উত্তুঙ্গ করোনাগ্রাফ, এরই মাঝে কল্পতরু মেলা কেন !
উত্তর ২৪ পরগণার টিটাগড়ে পোস্ট অফিসের সামনে তুমুল ভিড় দেখা গেল সোমবার সকালে । কোভিড বিধি শিকেয় তুলে তুমুল ভিড় চমকে দেওয়ার মতোই। আধার কার্ড সংযোগ করাতে রাত থেকে লম্বা লাইন পড়েছে সেখানে। আর সেখানেই করোনা ভুলে ঠেলাঠেলির জেরে ড্রেনে পড়ে গেলেন এক ব্যক্তি ! এলাকায় চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা গেল। আর তা নিয়ে উদ্বেগে জনতা। করোনা পরিস্থিতি জেনেও আধার কার্ড সংযুক্তির বিষয়টি মানুষকে ভাবাচ্ছে। তাই এই ভিড় !
শুধু এখানে নয়, বিধিভঙ্গের ছবি বিভিন্ন দিকে। ধরা পড়ল এবিপি আনন্দের ক্যামেরায়। করোনা আবহে আজ থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালাতে হবে লোকাল ট্রেন। মেট্রো চলাচলেও জারি একই বিধিনিষেধ। যদিও কলকাতা থেকে জেলা সর্বত্র বিধিভঙ্গের ছবি। সপ্তাহের প্রথম কাজের দিনে অফিস টাইমে মেট্রোয় ভিড়। মানা হচ্ছে না দূরত্ব বিধি। মানা হচ্ছে না ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলার বিধিনিষেধও।
অন্যদিকে নিউ ব্যারাকপুর স্টেশনে দেখা গেল, বনগাঁ শাখার এই স্টেশনে প্রতিটি লোকালেই থিকথিকে ভিড়। কামরায় উধাও দূরত্ব বিধি। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলার বিধিনিষেধ যে মানা হচ্ছে না, তা স্পষ্ট।