প্রকাশ সিনহা, কলকাতা: প্রায় ছটি সংস্থার সঙ্গে কালীঘাটের কাকুর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগ রয়েছে বলে আগেই দাবি করা হয়েছিল ইডি সূত্রে। এবার সেই সংস্থাগুলির অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ টাকার শেয়ার ট্রেডিংয়ের হদিশ পেল কেন্দ্রীয় সংস্থা।


নিয়োগ দুর্নীতির কালো টাকা কি শেয়ার ট্রেডিংয়ের মাধ্যমে সাদা করার চেষ্টা হয়েছে? নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার এমনই আশঙ্কা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! আর এই আশঙ্কার মূলে হল সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু সঙ্গে যোগ থাকা কোম্পানি গুলির সঙ্গে শেয়ার ট্রেডিংয়ের যোগ!


৩০ মে, ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কালীঘাটের কাকুকে গ্রেফতার করে ইডি। সুজয়কৃষ্ণ ভদ্রের সঙ্গে ওয়েলথ্ উইজার্ড প্রাইভেট লিমিটেড, আর্কাইভ কনসালটেন্সি, এসডি কনসালটেন্সি , A সরকার অ্যাসোসিয়েট , সরকার এন্টারপ্রাইজেস এবং নয়নিকা এন্টারপ্রাইজেস- এই ছটি কোম্পানির 


প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগের কথা ইডি সূত্রে আগেই জানানো হয়েছিল। ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে তৈরি হওয়া এই সংস্থাগুলির মাধ্যমে ২০-২২ কোটি টাকা লেনদেনের তথ্য এখনও পর্যন্ত পাওয়া গেছে। এই ছটি সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে কেন্দ্রীয় সংস্থা সূত্রে আরও দাবি, 


সংস্থাগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির মাধ্যমে প্রচুর টাকার শেয়ার ট্রেডিং করা হয়েছে। এবার ইডির স্ক্যানারে সেইসব লেনদেন! গোটাটাই খতিয়ে দেখা হচ্ছে।                                                                                           


ইডি সূত্রে আরও দাবি, এই শেয়ার লেনদেন নিয়ে প্রশ্ন করা হলে, কালীঘাটের কাকু জানিয়েছেন তিনি এই বিষয়ে কিছু জানেন না। অন্যদিকে, একই বিষয়ে যখন সংস্থার আধিকারিকদের জিজ্ঞাসা করা হয়েছে, তখন তাঁরা জানিয়েছেন এ বিষয়ে জানেন সুজয়কৃষ্ণ ভদ্রই! আপাতত ২৩ জুন পর্যন্ত জেল হেফাজতে রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। এই বিষয়ে জেলে গিয়েও তাঁকে জেরা করার ভাবা হচ্ছে বলে কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর।                                  


আরও পড়ুন- জেলা প্রতি ১ কোম্পানি ! সেক্ষেত্রে একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের দায়িত্বে থাকবে ক'টি বুথ ?