সুনীত হালদার, হাওড়া: প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas yojana) তালিকায় প্রকৃত প্রাপকদের নাম বাদ দেওয়ার অভিযোগ। হাওড়ার (Howrah) উলুবেড়িয়ার বহিরা গ্রামে আশা কর্মী ও পঞ্চায়েত কর্মীদের অফিসে তালাবন্দি করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীদের একাংশ। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামলাতে হল পুলিশকে। স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগ তুলেছে স্থানীয় সিপিএম নেতৃত্ব। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান।


গ্রামে হুলুস্থুলকাণ্ড: স্কুলের ভিতরে তালাবন্দি আশাকর্মী (ICDS) থেকে পঞ্চায়েত কর্মী। বাইরে ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের পুরুষ-মহিলারা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে হাওড়ার (Howrah) উলুবেড়িয়ার (Uluberia) বহিরা গ্রামে হুলুস্থুলকাণ্ড। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে গ্রামের প্রাইমারি স্কুলের একটি ঘরে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা তৈরির কাজ করছিলেন স্থানীয় পঞ্চায়েত কর্মী ও আশাকর্মীরা।


বঞ্চিত প্রকৃত প্রাপকরা: সেই সময়ই গ্রামের বাসিন্দার স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, সমীক্ষা না করেই পঞ্চায়েত অফিসে বসে আবাস যোজনার তালিকা তৈরি করা হয়েছে। প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে, তালিকায় নাম রাখা হয়েছে তৃণমূল ঘনিষ্ঠদের, অভিযোগ একাংশের।


হাওড়া (Howrah) উলুবেড়িয়ার অভিযোগকারী বাসিন্দা শেখ রায়হান আলির কথায়, যাঁদের ৩ তলা পাকা বাড়ি আছে তাঁদের নাম তালিকায় রেখেছে। কিন্তু গরিবরা কিছু পাচ্ছে না। তৃণমূল ঘনিষ্ঠদের নাম রাখা হচ্ছে। গ্রামের বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে যে তথ্য সংগ্রহ করা হয়নি, সেকথা স্বীকার করে নিয়েছেন সমীক্ষাকারী আশাকর্মীও। 


শাসক-বিরোধী তরজা: আশাকর্মী কাঞ্চন মল্লিক বলছেন, পঞ্চায়েত অফিস থেকে যে তালিকা দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী কাজ হয়েছে। ডোর টু ডোর সার্ভে হয়নি অভিযোগ ঘিরে চড়েছে শাসক-বিরোধী তরজা।


সিপিএম হাওড়া জেলা কমিটি সদস্য, সাবিরুদ্দিন মোল্লার কথায় , তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান বা নেতাদের ঘনিষ্ঠ যারা তারা টাকার বিনিময়ে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়েছে। প্রকৃত যারা গরিব তারা কিছু পায়নি। 


তৃণমূল নেত্রী ও  উলুবেড়িয়া বহিরা পঞ্চায়েতের প্রধান আমিনা বেগমের কথায়, কোনও দুর্নীতি হয়নি। যাঁদের পাকা বাড়ি আছে তাঁদের নাম তালিকায় রাখা হয়েছে এমন কিছু হয়নি। প্রকৃত প্রাপকরাই পাচ্ছে। বিক্ষোভের পিছনে সিপিএমের উস্কানি রয়েছে। উলুবেড়িয়া থানার পুলিশ ঘণ্টাচারেকের চেষ্টায় বিক্ষোভকারীদের শান্ত করে ঘরবন্দিদের উদ্ধার করে। দ্রুত সুরাহা না মিললে ভবিষ্যতে বড়সড় বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা।