কলকাতা : সাকেত গোখলের (Saket Gokhale) গ্রেফতারির ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে সরব তৃণমূল (TMC) কংগ্রেস। এই পরিস্থিতিতে গুজরাতে (Gujrat) প্রতিনিধি দল পাঠাচ্ছে রাজ্যের শাসক দল। পাঁচ সদস্যের দল যাচ্ছে গুজরাতের মোরবিতে। প্রতিনিধি দলে থাকছেন- দোলা সেন, শান্তনু সেন, খলিলুর রহমান, অসিত কুমার মাল ও সুনীল কুমার মণ্ডল। আজই রওনা হচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল।


হৃদরোগী সাকেতের গ্রেফতারিতে পর পর ট্যুইট তৃণমূল সাংসদ ডেরেক ও' ব্রায়েনের। ঘটনায় একই সঙ্গে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। প্রথম ট্যুইটারে তিনি লেখেন, "জামিন পাওয়ার পরও সাকেত গোখলেকে হেনস্থা করছে গুজরাত পুলিশ। ৮ ডিসেম্বর রাত পৌনে ৯টা নাগাদ ফের তাঁকে গ্রেফতার করা হয়েছে। আমদাবাদের সাইবার থানা থেকে বেরনোর সময় কোনও নোটিস বা ওয়ারেন্ট ছাড়াই তাঁকে গ্রেফতার করে অজানা গন্তব্যে নিয়ে যাচ্ছে পুলিশ। ঘৃণ্য কাজ।"



অপর একটি ট্যুইটারে তিনি লেখেন, "তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার প্রতিনিধিদের একটি দল গুজরাতের উদ্দেশে রওনা দিয়েছে। মোরবি সেতু বিপর্যয়ের ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি, কিন্তু সাকেত গোখলের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা করা হয়েছে। এনিয়ে আমি চিন্তিত, ক্ষুব্ধ। তাছাড়া এই তরুণের হৃদরোগের গুরুতর সমস্যা আছে। বিপজ্জনক।"



এর আগে গুজরাতের মোরবি সেতু বিপর্যয় নিয়ে ট্যুইটের জেরে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। দিল্লি থেকে বিমানে রাজস্থানের জয়পুরে নামেন সাকেত। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল গুজরাত পুলিশ। তাঁকে গ্রেফতার করা হয়।


সাকেতের গ্রেফতারি নিয়ে তৃণমূল সাংসদ ডেরেক ট্যুইটারে লিখেছিলেন, 'তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করেছে গুজরাত পুলিশ। সোমবার রাত ৯টা নাগাদ দিল্লি থেকে বিমানে চেপে জয়পুরের উদ্দেশে রওনা দেন সাকেত। উনি যখন নামেন, বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিল গুজরাত পুলিশ। সেখান থেকেই ওঁকে তুলে নেওয়া হয়'।


আরও পড়ুন ; ফের গ্রেফতার 'হৃদরোগী' সাকেত ! জামিনের পর গ্রেফতারি নিয়ে প্রশ্ন তৃণমূলের