কলকাতা: আদালতের নির্দেশে আলিপুর ইস্টার্ন কম্যান্ড হাসপাতালে (Alipur Eastern Command Hospital) মৃত বিজেপি যুব মোর্চা নেতার (BJP Yuba Morcha Leader) দেহের ময়নাতদন্ত হল। এর পর দেহ নিয়ে যাওয়া হয় আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (RG Kar Medical College Hospital)। সেখান থেকে মৃতদেহ হস্তান্তর করা হয় পরিবারের হাতে।
এর পর আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল (RG Kar Medical College Hospital) থেকে বিজেপি যুব মোর্চা নেতা অর্জুন চৌরাসিয়ার দেহ নিয়ে যাওয়া হয় বিজেপির রাজ্য দফতরে। সেখানে শ্রদ্ধা জানান দিলীপ ঘোষ (Dilip Ghosh), সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), কল্যাণ চৌবে (Kalyan Choubey), প্রিয়ঙ্কা টিবরেওয়াল, সজল ঘোষরা। সেখানে শ্রদ্ধা জানানোর পর দেহ নিয়ে যাওয়া হবে কাশীপুরের (Cossipore Incident Update) বাড়িতে। তারপর নিমতলা শ্মশানে শেষকৃত্য হবে।
বিজেপির যুব মোর্চা নেতার মৃত্যুতে শোকার্ত পরিবার। সিবিআই তদন্তের দাবি করেছেন তাঁরা। বিজেপি যুব মোর্চা নেতা অর্জুন চৌরাসিয়ার মৃত্যুতে সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। অভিযোগ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। এ দিন তিনি বলেন, 'কম্যান্ড হাসপাতাল থেকে ঠিকঠাক রিপোর্ট আসবে। এটা আমাদের বিশ্বাস'। যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন যে এটা খুন হয়েছে, সেখানে কেন্দ্রের একটি হাসপাতাল থেকে সঠিক রিপোর্ট আসতে পারবে কী করে, পাল্টা প্রশ্ন ফিরহাদ হাকিমের।
এদিন ২ জন ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ, ম্যাজিস্ট্রেট ও মৃতের পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘণ্টা তিনেক ধরে বিজেপি যুব মোর্চা নেতা অর্জুন চৌরাসিয়ার দেহের ময়নাতদন্ত হয়। উপস্থিত ছিলেন লালবাজারের হোমিসাইড শাখা ও কলকাতা গোয়েন্দা পুলিশের কয়েকজন আধিকারিক। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়। এরপর মৃতদেহ নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে। এরপর শেষকৃত্যের জন্য পরিবারের হাতে তুলে দেওয়া হবে মৃতদেহ।
এর আগে আজ সকাল ৬টা নাগাদ আরজি কর হাসপাতাল থেকে বের হয় বিজেপি যুব নেতার শববাহী গাড়ি। শ্যামবাজার, শিয়ালদা, মল্লিকবাজার, পার্ক স্ট্রিট, মেয়ো রোড হয়ে রেড রোড ধরে মিনিট পঁচিশেকের মধ্যে পৌঁছয় আলিপুর কম্যান্ড হাসপাতালে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শববাহী কনভয়ে মোতায়েন ছিল প্রচুর পুলিশ।