জামশেদপুর: জামশেদপুরের (Jamshedpur) টাটা ইস্পাত (Tata Steel Plant) কারখানায় আগুন (Fire)। বিস্ফোরণের পর কারখানার কোক প্ল্যান্টে ভয়ঙ্কর আগুন। আগুনে ঝলসে আহত অন্তত ৩ শ্রমিক। আগুনের জেরে কারখানা চত্বরে আতঙ্ক। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন। আগুন আগের তুলনায় কিছুটা নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে।


বিস্ফোরণের পর আগুন টাটা কারখানায়


এখনও পর্যন্ত যে খবর মিলেছে, সেই অনুযায়ী, আগুনে ঝলসে আহত তিন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। কারখানার অনতিদূরে অবস্থিত টাটা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। সেখানে ১১ জন চিকিৎসকের একটি দল তাঁদের চিকিৎসা করছেন। এক কর্মী বুকে ব্যথা অনুভব করেন বলে জানিয়েছেন টাটা কর্তৃপক্ষ। তাঁরও চিকিৎসা চলছে।



স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বেলা ১০টা বেজে ২০ মিনিটে আচমকা তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। তার পরই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। এখনও পর্যন্ত যে খবর মিলেছে, তাতে শোনা যাচ্ছে, যে জায়গায় বিস্ফোরণটি ঘটে এবং আগুন ছড়ায়, শনিবার সেখানে এ দিন কাজকর্ম বন্ধ ছিল। তাই লোকজনও বিশেষ ছিলেন না। তাই বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো গিয়েছে। 


বিস্ফোরণের কারণ নিয়ে প্রথমে ধন্দ ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, ওয়েল্ডিং করে লিকেজ আটকানোর কাজ চলছিল। সেই সময়ই বিস্ফোরণ ঘটে। যদিও টাট স্টিলের তরফে বিবৃতি জারি করে পরে জানানো হয় যে, এ দিন সকাল ১০টা বেজে ২০ মিনিটে দুর্ঘটনা ঘটে। কোক প্লান্টের ব্যাটারি ৬-এর ফাইল গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। এই মুহূর্তে ব্য়াটারি ৬ নিস্ক্রিয় এবং সরঞ্জাম খোলার কাজ চলছে বলেও জানায় তারা। টাটা জানিয়েছে, দায়িত্বশীল সংস্থা হিসেবে কর্মীদের নিরাপত্তা তাঁদের সর্বদা অগ্রাধিকার পায়। 



টাটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন হেমন্ত সোরেন


এ দিন বিস্ফোরণের পর টুইট করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি জানান, জামশেদপুরে টাটা কারখানায় আগুন লাগার খবর পৌঁছেছে তাঁর কাছে। জেলা প্রশাসন, টাটা কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর। আপাতত আহতদের চিকিৎসাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।


জামশেদপুরে টাটা ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জামশেদজি টাটা। ১৯০৭ সালের ২৬ আগস্ট তার প্রচিষ্ঠা স্যর দোরাবজি টাটার হাতে। ১৯১১ সাল থেকে লোহা উৎপাদন শুরু। ইস্পাত তৈরির সূচনা ১৯১২ সালে। টাটার সংস্থাকে ঘিরেই সেখানে নগরপত্তন। তাই এই সংস্থার সঙ্গে গোটা জামশেদপুর আবেগের সূত্রে বাঁধা। 


আরও পড়ুন: Reliance Benchmark: এক বছরে ৭ লক্ষ ৯২ হাজার ৭০০ কোটি আয়, দেশের প্রথম সংস্থা হিসেবে নজির রিলায়্যান্সের