রুমা পাল, কলকাতা: মনোনয়ন (Nomination Phase) পর্ব ঘিরে অশান্তির মধ্যে কমিশনের (West Bengal State Election Commission) প্রস্তুতি বৈঠক। রাজ্য নির্বাচন কমিশনে পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) প্রস্তুতি নিয়ে বৈঠক। মুখ্যসচিব ও ডিজির সঙ্গে বৈঠক রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হার।



প্রেক্ষাপট...
গত ৮ জুলাই রাজ্যে এক দফাতেই হবে পঞ্চায়েত ভোট। বৃহস্পতিবার ঘোষণা করেছেন নতুন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হা। আজ থেকেই শুরু হচ্ছে মনোনয়ন পর্ব। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জুন। তবে সর্বদলীয় বৈঠক না ডেকে ভোটের দিন ঘোষণা করায়, ক্ষোভ উগরে দেয় বিরোধীরা। এদিন প্রাথমিক পর্যবেক্ষণে আদালত জানায়, মনোনয়ন পেশের সময় পর্যাপ্ত নয়। রাজ্য নির্বাচন কমিশনকে তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে, এই মন্তব্যও করেছে আদালত। শুরু থেকে শেষ পর্যন্ত গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করতে হবে, আরও নির্দেশ দিয়েছে কোর্ট। আরও বলা হয়েছে, প্রয়োজন হলে রাজ্য কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে একত্রে কাজ করতে পারে। এই বিষয়ে আগামী সোমবার সিদ্ধান্ত জানাবে রাজ্য সরকার, নির্দেশ দিয়েছে আদালত। সে সময়
মনোনয়ন পেশের সময়সীমা নিয়ে নিজেদের অবস্থান জানাবে রাজ্য নির্বাচন কমিশনও। আদালতের আরও পর্যবেক্ষণ, নির্বাচন বন্ধ করার জন্য এই মামলাগুলি দায়ের হয়নি। শান্তিপূর্ণ ভোট যাতে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, বলেছে কোর্ট। নির্বাচনে সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগানোর বিষয়ে সম্ভবত আদালতের নিষেধাজ্ঞা রয়েছে, সেটাও কমিশনকে মাথায় রাখতে হবে,' মন্তব্য আদালতের।


মনোনয়নে অশান্তি...
আজ থেকে শুরু হল পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া। মনোনয়ন পর্বের প্রথম দিনেই নন্দীগ্রামের হরিপুরে মনোনয়ন ঘিরে উত্তেজনা। মিছিল করে মনোনয়ন দিতে আসা বিজেপি প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। মুর্শিদাবাদের ভরতপুরে উত্তেজনা। মনোনয়ন পর্বের প্রথম দিনেই শাসক শিবিরে অশান্তি। বিধায়ক অনুগামীদের সঙ্গে ব্লক সভাপতি অনুগামীদের সংঘর্ষ, আহত দু'পক্ষের ৮। পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2023) দিন ঘোষণার পর ২৪ ঘণ্টাও পেরোলো না, ঝরল রক্ত। আর এটাই ফের একবার প্রশ্ন তুলে দিল। আদৌ শান্তিপূর্ণভাবে হবে ২০২৩-এর গ্রাম বাংলার ভোট? না কি আঠেরোর অ্যাকশন রিপ্লে দেখতে হবে রাজ্যবাসীকে? কোথাও মনোনয়ন জমা দিতে পুলিশের সঙ্গে বচসায় জড়াল বিজেপি।বিজেপি বিধায়কের গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হল ঢিল। তো কোথাও তৃণমূলের হাতেই রক্ত ঝরল তৃণমূলের।  


আরও পড়ুন:নিমের পাতা রক্তের সুগার লেভেল কমতে সাহায্য করে! কীভাবে খাবেন?