প্রদ্যোৎ সরকার, নদিয়া: গণধর্ষণের পর আত্মঘাতী মহিলা ! দোষী সাব্যস্ত পাঁচ অভিযুক্ত। গণধর্ষণের পর লোক লজ্জার ভয়ে আত্মঘাতী হয়েছিলেন ওই নির্যাতিতা। সেই গণধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা দেওয়ার মামলায় অভিযুক্ত পাঁচ যুবককে বুধবার দোষী সাব্যস্ত করলেন কৃষ্ণনগর ফাস্ট ট্রাক আদালতের বিচারক দেবদীপ মান্না। 


জানা গিয়েছে, ২০২১ সালের ৪ এপ্রিল ঘটনাটি ঘটেছিল কৃষ্ণনগরে। সেই সময় খ্রীস্টানদের বিশেষ উৎসব চলছিল গোটা এলাকা তাতে মেতেছিল। সেই সময় ওই যুবকদের একজন মহিলাকে তার বন্ধুর নাম করে পাশের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে কেউ ছিল না। ফাঁকা বাড়িতে ওই মহিলাকে বন্ধু ও চারজন মিলে ধর্ষণ করেছিল বলে অভিযোগ। গোটা ঘটনা বাড়ি ফিরে তার স্বামীকে জানান। শেষপর্যন্ত সামাজিক সম্মানহানির ভয়ে নিজের ঘরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন নির্যাতিতা।৩৭৬ ডি এবং ৩০৬ আইপিসিতে দোষীদের সাজা ঘোষণা হল। ৩৭৬ ডি-তে যাবজ্জীবন এবং তার সাথে কুড়ি হাজার টাকা ফাইন করা হয়েছে। অনাদায়ে আরও ৬ মাসের জেল হেফাজত। ৩০৬ ধারাতে ১০ বছর জেল এবং ১০ হাজার টাকা ফাইন। অনাদায় আরও ছয় মাসের জেল হেফাজত।


সম্প্রতি  মুর্শিদাবাদের ফরাক্কায় নাবালিকা ধর্ষণ-খুনে (Farakka Child Rape Murder Case) একজনের মৃত্যুদণ্ড এবং শিশুকন্যাকে ধর্ষণ-খুন দোষী সাব্যস্ত আরেকজনের যাবজ্জীবন ঘোষণা করা হয়েছিল। ধর্ষণ-খুনের ৬০দিনের মধ্যে সাজা ঘোষণা করেছিল আদালত।ফারাক্কার শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত দীনবন্ধু হালদারকে ফাঁসি ও শুভজিত হালদারকে যাবজ্জীবন সাজার নির্দেশ দিয়েছিল বিচারক।  দোষী সাব্যস্ত করার পরদিনই দীনবন্ধু হালদারকে ফাঁসি  ও শুভজিত হালদারকে যাবজ্জীবন সাজার নির্দেশ দিয়েছিল অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক অমিতাভ মুখোপাধ্যায়।এদিকে আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় যেদিন জামিন পেলেন মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। ঠিক সেদিনই ধর্ষণ-খুনের ৬০ দিনের মধ্যে ফরাক্কায় নাবালিকা ধর্ষণ-খুনে সাজা ঘোষণা হয়েছিল ২ জনের।


আরও পড়ুন, তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বেলেঘাটার TMC নেতা সুশান্ত সাহা !


এবার যেনও অদ্ভুত এক আঁধার গ্রাস করেছে আমাদের চারপাশকে! নাবালিকা থেকে তরুণী, কিশোরী থেকে গৃহবধূ, লালসার হাত থেকে কারোরই যেন রেহাই নেই! হাসপাতাল, পরিত্যক্ত জমি, ধানখেত, নদীর চর, পুজো মণ্ডপ, নানা প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে নারীর নিথর দেহ। সবচেয়ে উদ্বেগের হল দীর্ঘ হয়েই চলেছে এই তালিকা।