কলকাতা : জোকার আইআইএমে (Joka IIM) কোভিড সংক্রমিতর (Covid Infection) সংখ্যা বেড়ে ২৮। আইসোলেশনে রাখা হয়েছে ৫৮ জনকে। আইআইএম কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে পড়ুয়াদের সবাইকে পরীক্ষা করাতে চাইছে পুরসভা। তিনদিন অন্তর বেশ কয়েকবার পরীক্ষা করাতে চাইছে পুরসভা। এই পরিস্থিতিতে ‘কর্তৃপক্ষ সাহায্য করতে না পারলে, এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হবে’ বলে জানিয়ে দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।
দেশে এখনও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, শেষ ৪ দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজারের উপরই রয়েছে। প্রতিদিন রাজ্যেও নতুন করে করোনায় সংক্রমিত হচ্ছেন অনেকে।
রাজ্যের গতকালের বুলেটিন-
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শুক্রবার নতুন করে ৫০ জন সংক্রমিত হন। তার আগের দিন এই সংখ্যাটা ছিল ৪২। তবে,রাজ্যে টানা সাত দিন মৃতের সংখ্যা শূন্য। নতুন করে ৫০ জন সংক্রমিত হওয়ায় রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ২০,১৮,৭৬৩। করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পান ৪১ জন। এনিয়ে এখনও পর্যন্ত মোট সুস্থের সংখ্যা ১৯,৯৭,১৫৩। শতাংশের বিচারে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। এপর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা ২১,২০৩।
গত ২৮ ঘণ্টায় দেশের করোনা গ্রাফ :
দেশে করোনায় (Corona) ফের বাড়ল দৈনিক আক্রান্ত (Daily Case) ও মৃত্যুর সংখ্যা (Daily Death Toll)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৫৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের।
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৮৪১। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৯। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ২০১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ১৯ হাজার ১১২। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৩৫৫ জন। দৈনিক অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৮ হাজার ৯৬। দৈনিক পজিটিভিটি রেট ০.৫৯ শতাংশ।