ঝিলম করঞ্জাই, কলকাতা: দৈনিক সংক্রমণ (Daily COVID Cases) নেমে এসেছে ১৫০-তে। তাতে করোনা পরীক্ষার (COVID Test Guidelines) বিধিনিয়মে বদল আনল রাজ্য সরকার। করোনা পরীক্ষা নিয়ে নয়া নির্দেশিকা জারি করেছে তারা। তাতে বলা হয়েছে, হাসপাতালে আসা রোগীর মধ্যে যদি উপসর্গ (COVID Symptoms) থাকে, সে ক্ষেত্রেই শুধু করোনা পরীক্ষা করাতে হবে। তা ছাড়া করোনা পরীক্ষার প্রয়োজন নেই।


নয়া নির্দেশিকায় বলা হয়েছে, হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর মধ্যে যদি করোনার উপসর্গ থাকে, তাহলে পরীক্ষা করাতেই হবে। অস্ত্রোপচারের ক্ষেত্রেও বদল আনা হয়েছে নিয়মে। বলা হয়েছে, বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া অস্ত্রোপচারের (COVID Test Before Surgery) আগে করোনা পরীক্ষা করার প্রয়োজন নেই (COVID 19 Update)। তবে নাক এবং গলায় অস্ত্রোপচার থাকলে রোগীর করোনা পরীক্ষা করানো জরুরি।


রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে নয়া নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে,  হাসপাতালে করোনা পরীক্ষা করা যাচ্ছে না বলে কোনও রোগীকে অন্যত্র রেফার করা যাবে না। কোমর্বিডিটির চিকিৎসা করাতে হাসপাতালে আসা রোগীদের করোনা ধরা পড়লে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা চালিয়ে যেতে হবে।


আরও পড়ুন: WB Corona Update: একবছর পর রাজ্যে করোনায় দৈনিক মৃত্যু শূন্য


এছাড়াও,  রাজ্য স্বাস্থ্য দফতরের নতুন গাইডলাইনে বলা হয়েছে, চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের আর পিপিই কিট পরার দরকার নেই। এন-৯৫ মাস্ক, ফেস শিল্ড, এবং  গ্লাভস পরলেই যথেষ্ট। 


নতুন বছরের শুরুতে বাংলা-সহ গোটা দেশে নোভেল করোনাভাইরাসের ঢেউ আছড়ে পড়লেও, বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। এই মুহূর্তে রাজ্যে দৈনিক সংক্রমণ রয়েছে ১৫৩-তে। গত ২৪ ঘণ্টায় কোনও রোগীর প্রাণহানি ঘটেনি। সুস্থতার হারও ৯৮.৮৬ শতাংশ। ১.০৫ শতাংশে রয়েছে মৃত্যুর হার।


করোনা কালে কলকাতা-সহ জেলাগুলিতে সংক্রমণ যে ভাবে হু হু করে বাড়ছিল, তাতেও ছেদ পড়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৩২ জন নতুন করে সংক্রমিত হয়ছেন রাজ্যে। উত্তর ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিতের সংখ্যা ২৮। সবমিলিয়ে বর্তমানে রাজ্যে সংক্রমণের হার ০.৬৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ২২ হাজার ২২৬ জনের।