মোহালি: আগামীকাল থেকে শুরু ভারত-শ্রীলঙ্কা (ind vs srilanka) টেস্ট সিরিজ। মোহালিতে (mohali) প্রথম টেস্টে খেলতে নামছে ২ দল। তবে ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কেরিয়ারের ১০০ তম টেস্ট খেলতে নামছেন কোহলি। এই বিশেষ মাইলস্টোন স্পর্শ করার আগে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিদের বার্তা পেলেন তিনি। সেই তালিকায় রয়েছেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়।
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বিরাটকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ''গত ১০-১১ বছর ধরে বিরাট কোহলির সফরটা অসাধারণ ছিল। আজ যেখানে পৌঁছেছে ওঁ, তা সত্যিই প্রশংসনীয়। বিসিসিআইয়ের তরফে ও একজন প্রাক্তন অধিনায়ক হিসেবে আমি শুভেচ্ছা জানাতে চাই বিরাটকে তাঁর শততম টেস্টের জন্য়।''
সৌরভ আরও বলেন, ''নিজের কেরিয়ারে অনেক মাইলস্টোন স্পর্শ করেছে বিরাট। এখনও অনেক কিছু পাওয়া ওঁর বাকি রয়েছে। আশা করি, আরও বেশি করে তা পাবে ওঁ। বিরাটের কোচ, পরিবারের প্রত্যেককে অভিনন্দন, কারণ এই সময়টাও সবাই ওঁর পাশে ছিল।''
সচিন তেন্ডুলকর তাঁর শুভেচ্ছাবার্তায় জানিয়েছেন, ''আমার মনে আছে ২০০৮ সালে আমরা তখন অস্ট্রেলিয়ায় ছিলাম, তোমার কথা তখনই প্রথমবার শুনি। এরপর থেকে অনেকটা সময় আমরা একসঙ্গে খেলেওছি। তোমার সবচেয়ে ভাল যে বিষয়টা লেগেছিল আমার যে তুমি সবসময় পরিশ্রমী, আর নিজের খেলাকে আরও উন্নত করার চেষ্টা কর। ফিটনেস বিষয়টা যে পর্যায়ে নিয়ে গিয়েছ তুমি, তার জন্য অনেকের কাছেই তুমি রোল মডেল।''
ভারতীয় দলের হেডকোচ রাহুল দ্রাবিড় তাঁর শুভেচ্ছাবার্তায় জানিয়েছেন, "১০০ টেস্ট ম্যাচ খেলা কিন্তু মুখের কথা নয়। এই কৃতিত্বের জন্য ওঁর গর্বিত হওয়া উচিত। ওঁ যখন দলে এল, তখন আমি ওঁর সঙ্গে ছিলাম দলে। গত ১০ বছরে যেভাবে নিজেকে এগিয়ে নিয়ে গিয়েছে বিরাট, তা দুর্দান্ত। গত ৬-৭ বছরে বিরাট অধিনায়ক হিসেবেও দলকে এগিয়ে নিয়ে গিয়েছে। ১০০ টেস্টে ৫০-এর গড় রেখে ব্যাটিং সত্যিই অনবদ্য।''
উল্লেখ্য, সচিন ২০০ টেস্ট খেলেছেন তাঁর কেরিয়ারে। তিনিই বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে ২০০ টেস্ট খেলার নজির গড়েছেন। অন্যদিকে সৌরভ ১১৩ টেস্ট খেলেছেন ও দ্রাবিড় ১৬৪ টেস্ট খেলেছেন।