কলকাতা: আগের দিনের চেয়ে কিছুটা কমলেও ফের হাজারের উপরেই থাকল রাজ্যের নতুন সংক্রমণ-গ্রাফ। শুক্রবার রাজ্য়ের তরফে যে স্বাস্থ্য বুলেটিন প্রকাশিত হয়েছে, তাতে দেখা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিড সংক্রমণ (Covid Infection) প্রায় বারোশোর উপরে। তা অবশ্য আগের দিনের থেকে বেশ কিছুটা কম। কোভিড মৃত্যুর সংখ্যাও প্রায় একই জায়গায় দাঁড়িয়ে। 


রাজ্যের কোভিড-গ্রাফ:



  • বুলেটিন অনুযায়ী রাজ্যে (West Bengal) গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ১,২৮৪ জন।

  • গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের।

  • গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হওয়ার সংখ্যা অবশ্য নতুন আক্রান্তের থেকে অনেকটাই বেশি।

  • গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণ মুক্ত হয়েছে ২ হাজার ৪১৮ জন।

  • রাজ্যে সুস্থতার হার ৯৮.১২ শতাংশ।

  • গত ২৪ ঘণ্টায় রাজ্যে পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৪৭৮টি কোভিড (Covid) নমুনার।

  • ২৯ জুলাইয়ের বুলেটিন অনুযায়ী রাজ্যে পজিটিভিটি রেট (Positivity Rate) ৮.৮৭ শতাংশ।

  • যা ২৮ জুলাইয়ের থেকে বেশ কিছুটা কম।

  • এখন হোম আইসোলেশনে রয়েছেন ১৭ হাজার ৫৫৭ জন কোভিড আক্রান্ত।

  • হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৪৬ জন কোভিড আক্রান্ত।

  • বুলেটিন অনুযায়ী এ দিন ২ লক্ষ ১০ হাজার ৮৫২টি টিকা দেওয়া হয়েছে।


 



দেশের পরিস্থিতি:
শুক্রবারের বুলেটিন অনুযায়ী, এদিন দেশে সামান্য কমেছে করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪০৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২০ হাজার ৫৫৭। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩২ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৪। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ২৫৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৯ লক্ষ ৭৯ হাজার ৭৩০।


আরও পড়ুন: প্রাণঘাতী রোগ, কিন্তু ঠিক সময়ে চিকিৎসায় সহজেই ঘটবে রোগমুক্তি