কলকাতা: ফের হাজারের উপর নতুন সংক্রমণ রাজ্যে। বৃহস্পতিবার রাজ্য়ের তরফে যে স্বাস্থ্য বুলেটিন প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিড সংক্রমণ (Covid Infection) প্রায় দেড় হাজার ছুঁইছুঁই। যা আগের দিনের থেকে বেশ কিছুটা বেশি। শুধু তাই নয়, আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় বেড়েছে দৈনিক কোভিড মৃত্যুর সংখ্যাও।


রাজ্যের কোভিড-গ্রাফ:



  • বুলেটিন অনুযায়ী রাজ্যে (West Bengal) গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ১,৪৯৫ জন।

  • গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের।

  • গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হওয়ার সংখ্যা অবশ্য নতুন আক্রান্তের থেকে বেশি।

  • গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণ মুক্ত হয়েছে ২ হাজার ৪৩৯ জন।

  • রাজ্যে সুস্থতার হার ৯৮.০৬ শতাংশ।

  • গত ২৪ ঘণ্টায় রাজ্যে পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৩৪১টি কোভিড (Covid) নমুনার।

  • ২৮ জুলাইয়ের বুলেটিন অনুযায়ী রাজ্যে পজিটিভিটি রেট (Positivity Rate) ১০.৪২ শতাংশ। যা ২৭ জুলাইয়ের থেকে বেশ কিছুটা বেশি।

  • এখন হোম আইসোলেশনে রয়েছেন ১৮ হাজার ৬৭১ জন কোভিড আক্রান্ত।

  • হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৭২ জন কোভিড আক্রান্ত।

  • বুলেটিন অনুযায়ী এ দিন ৩ লক্ষ ৪৩ হাজার ৪৯৭টি টিকা দেওয়া হয়েছে।


দেশের কোভিড পরিস্থিতি:
দেশে ফের বাড়ল করোনা সংক্রমণ (Corona Case)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ( Ministry of Health & Family Welfare, Government of India) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৫৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৪ জনের।  বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে পজিটিভিটি রেট ৫.১৮ শতাংশ। দেশে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ২১৬ জন। 


আরও পড়ুন:  "মুখ্যমন্ত্রীকে ঝেড়ে ফেলুন, তবেই রেহাই", পার্থর অপসারণের পর আরও সুর চড়ালেন বিকাশ