কলকাতা: গত ২৪ ঘণ্টায় বেশ খানিকটা কমল রাজ্যের দৈনিক কোভিড সংক্রমণ। স্বস্তি দিয়ে আগের দিনের তুলনায় অনেকটাই কমেছে কোভিড সংক্রমণের গ্রাফ। পাশাপাশি, দৈনিক মৃত্যুর সংখ্যাও কমেছে। শুক্রবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে নতুন কোভিড সংক্রমণের সংখ্যা নেমে এসেছে পাঁচশোরও নীচে। দৈনিক পজিটিভিটি রেট থেকে হোম আইসোলেশন, সবই কমেছে গত ২৪ ঘণ্টায়।


রাজ্যের কোভিড-গ্রাফ:



  • বুলেটিন অনুযায়ী রাজ্যে (West Bengal) গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ৪৭২ জন।

  • আগের দিন নতুন সংক্রমিত ছিল ৫৯৮ জন।

  • গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের।

  • গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হওয়ার সংখ্যা অবশ্য নতুন আক্রান্তের থেকে অনেকটাই বেশি।

  • গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণ মুক্ত হয়েছে ৭৭৫ জন।

  • রাজ্যে সুস্থতার হার ৯৮.৬৯ শতাংশ।

  • গত ২৪ ঘণ্টায় রাজ্যে পরীক্ষা হয়েছে ৯ হাজার ৮৪২টি কোভিড (Covid) নমুনার।

  • ১২ অগস্টের বুলেটিন অনুযায়ী রাজ্যে পজিটিভিটি রেট (Positivity Rate) ৪.৮০ শতাংশ।

  • এখন হোম আইসোলেশনে রয়েছেন ৫ হাজার ৯৩৮ জন কোভিড আক্রান্ত।

  • হাসপাতালে ভর্তি রয়েছেন ১৯৪ জন কোভিড আক্রান্ত।

  • বুলেটিন অনুযায়ী রাজ্যে এ দিন ৭৬ হাজার ৭২০টি কোভিড টিকা দেওয়া হয়েছে।


 






দেশের পরিস্থিতি:
যদিও দেশের চিত্রটা একটু আলাদা। দেশে ফের বেড়েছে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫৬১ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ২৯৯। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৯ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৩। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ৯২৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪২ লক্ষ ২৩ হাজার ৫৫৭। 
 
আরও পড়ুন: "মন্ত্রিসভার বৈঠক জেলে গিয়ে করতে হবে", মমতাকে তোপ দিলীপের