বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ইচ্ছে থাকলেও যে কোনও বাধা পার করা যায়, আরও একবার জ্বলজ্যান্ত প্রমাণ উঠে এল চলতি বছরের মাধ্যমিকে (Madhyamik Exam 2024)। জেলা পূর্ব মেদিনীপুর (East Midnapore)। একদিকে মহিষাদলে (Mahishadal) কোভিডকে কার্যতই বুড়ো আঙুল দেখিয়ে হাসপাতালে বসে মাধ্যমিক পরীক্ষা দিলেন এক করোনা পজিটিভ ছাত্র (Corona positive Student)। একই দিনে প্রকাশ্যে এল আরও একটি গর্ব করার মতো ছবি এই জেলার নন্দীগ্রাম (Nandigram) এলাকায়। 


কোভিড আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থী


আজ থেকেই শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এদিকে রাজ্যে ফের চোখ রাঙাচ্ছে কোভিড। যদিও তাতে বিন্দুমাত্রা ভয় না পেয়ে, যাবতীয় সতর্কতা অবলম্বন করে, পূর্ব মেদিনীপুরের মহিষাদলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বসে মাধ্যমিক পরীক্ষা দিলেন কোভিড আক্রান্ত এক ছাত্র। আর একইদিনে অন্যদিকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে পরীক্ষা দিলেন আর এক অসুস্থ ছাত্রী।


হাসপাতালে বসে পরীক্ষা আরও এক ছাত্রীর


বৃহস্পতিবার রাতে মহিষাদলের গোপালপুর হাই স্কুলের ছাত্র জয় চক্রবর্তী কোভিডে আক্রান্ত হয়। সেই খবর ব্লক স্বাস্থ্য কেন্দ্র ও প্রশাসনের কাছে পৌঁছাতেই স্বাস্থ্য বিধি মেনেই মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করা হয়। অন্যদিকে নন্দীগ্রামের দাউদপুর শিক্ষা সদনের ছাত্রী ফজিলা খাতুন শারীরিক সমস্যা নিয়ে কয়েকদিন আগে ভর্তি হয় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতালের বেডেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয়। তবে মাঝেমধ্যেই অসুস্থ হয়ে যাওয়ায়, পরীক্ষা দিতেও তাঁর অসুবিধা হচ্ছে।


পরীক্ষার্থীদের কথা ভেবে, বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে মধ্যশিক্ষা পর্ষদ


চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে, বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। খোলা হয়েছে  পর্ষদের তরফে কন্ট্রোল রুম।  মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।   মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,'দার্জিলিং, কালিম্পং, মিরিকে যেহেতু ঠান্ডা, আমরা সব স্কুলে হিটার দিচ্ছি। রুম হিটার দিচ্ছি।  বাদবাকি আমি বলি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইএসসি, সিবিএসই, মাদ্রাসা- যত পরীক্ষা আছে, সবাইকে আমার অনেক অভিননন্দন।' 


আরও পড়ুন, আজ থেকে শুরু মাধ্যমিক, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন পর্ষদের কন্ট্রোল রুমের এই নম্বরে


 
অন্যদিকে, মাধ্যমিক শেষ হলেই ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চমাধ্যমিক। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। উচ্চমাধ্যমিক দেবে প্রায় ৮ লক্ষ পড়ুয়া।এতদিন উচ্চমাধ্যমিক শুরু হত বেলা ১২টায়। শেষ হত দুপুর ৩টে ১৫-য়। এবার পরীক্ষা শুরু হবে সকাল ৯.৪৫ থেকে। শেষ হবে দুপুর ১টায়।১৯৮৮ সাল থেকে বেলা ১২টায় চালু হয় মাধ্যমিক পরীক্ষা। তার আগে সকাল ১০টা থেকে শুরু হত পরীক্ষা। ৩৫ বছর পর পরীক্ষার ফিরল সকালে।