সন্দেশখালি : এবার সন্দেশখালিকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহানের ব্য়াঙ্ক অ্য়াকাউন্টে নজর ইডির। সন্দেশখালির দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার ক'টা ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট রয়েছে ? কোন ব্য়াঙ্কের কোন ব্রাঞ্চে অ্য়াকাউন্ট রয়েছে ? জানতে মুম্বইয়ের অ্য়ান্টি মানি লন্ডারিং ইউনিটের নোডাল অফিসারকে চিঠি দিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। শেখ শাহজাহানের ব্য়াঙ্ক অ্য়াকাউন্টের গত ১০ বছরের স্টেটমেন্ট চাওয়া হয়েছে।


ইডি সূত্রের খবর, শেখ শাহজাহান ও তাঁর পরিবারের কোথায় কত সম্পত্তি রয়েছে তার তালিকাও তৈরি করা হচ্ছে। তৃণমূল নেতা আয়কর রিটার্ন জমা দিতেন কিনা সেই তথ্যও সংগ্রহ করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সমস্ত ব্য়াঙ্কের কাছে নাম ও প্য়ান কার্ডের নম্বর পাঠিয়ে কোনও গ্রাহকের অ্য়াকাউন্ট সংক্রান্ত তথ্য চায় মুম্বইয়ের অ্য়ান্টি মানি লন্ডারিং ইউনিট। সূত্রের খবর, ব্য়াঙ্ক স্টেটমেন্ট পেলে শেখ শাহজাহানের আয় ও সম্পত্তির হিসেব মিলিয়ে দেখা হবে।


সন্দেশখালিতে, ED-র ওপর হামলার ঘটনায় মাস্টারমাইন্ড, শেখ শাহজাহানকে এখনও ধরতে পারেনি পুলিশ। ED-নোটিস দেওয়া সত্ত্বেও, সিজিও কমপ্লেক্সে হাজির হননি তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা ! অথচ তিনিই কিনা গোপনপুরী থেকে বারবার আগাম জামিনের আবেদন জানাচ্ছেন ! অন্তরালে থেকেই, মঙ্গলবার ব্য়াঙ্কশাল কোর্টে ইডির বিশেষ আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন শেখ শাহজাহান ! আর বুধবার বারাসাত জেলা জজের আদালতে আগাম জামিনের আবেদন জানান সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা।


৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রমণের মুখে পড়েন ED ও কেন্দ্রীয় বাহিনী। রক্তাক্ত হন ইডির আধিকারিকরা। সেই ঘটনায়, তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ন্য়াজাট থানায় FIR দায়ের করে ED। FIR-এ ১ নম্বরে নাম শেখ শাহজাহানের। হত্য়ার চেষ্টা, সরকারি কর্মচারীদের কাজে বাধা সহ একাধিক ধারায় মামলা রুজু হয় তৃণমূল নেতার বিরুদ্ধে। সেই ন্যাজাট থানার মামলার প্রেক্ষিতে, বুধবার, বারাসাত জেলা জজের আদালতে আগাম জামিনের আবেদন জানান সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহান। আইনজীবী মারফৎ আদালতে আবেদন জানান তিনি। 


গত ১৫ তারিখ, হাইকোর্টে সন্দেশখালিকাণ্ড সংক্রান্ত মামলায় আইনজীবী মারফত যুক্ত হওয়ার আবেদন করেছিলেন সন্দেশখালির বেতাজ বাদশা। কিন্তু সেই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, কেন আত্মসমর্পণ করছেন না শেখ শাহজাহান? কিন্তু, ২৪ ঘণ্টার মধ্যে অবস্থান বদল করেন তৃণমূল নেতা। ১৮০ ডিগ্রি ঘুরে ১৬ তারিখ শেখ শাহজাহান জানান, মামলায় পার্টি হতে চান না তিনি (শেখ শাহজাহান)। এরইমধ্য়ে, অন্তরালে থেকেই 
মঙ্গলবার ব্য়াঙ্কশাল কোর্টে ইডির বিশেষ আদালতে আগাম জামিনের আবেদন জানান শেখ শাহজাহান। 
ওকালতনামাতে দেখা যায় তাঁর সইও। শেখ শাহজাহানের আইনজীবী আবেদন করেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে যেন কোনও কড়া পদক্ষেপ করা না হয়। কিন্তু, সেই আর্জিতে সাড়া দেয়নি আদালত। এইমধ্য়ে ফের একবার আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন শেখ শাহজাহান! আগামী ২৬ ফেব্রুয়ারি বারাসাত জেলা জজের আদালতে এই মামলার শুনানি হবে।