শুভেন্দু ভট্টাচার্য, তুফানগঞ্জ (কোচবিহার) : রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা (Corona) সংক্রমণ। এই অবস্থায় সংক্রমণে রাশ টানতে ১৫ তারিখ পর্যন্ত একাধিক বিধিনিষেধ রাজ্যজুড়ে আরোপ করেছে সরকার (West Bengal State Government)। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এমন অবস্থাতেই কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে স্কুলের মাঠেই পালিত হল সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান। করোনাবিধি উড়িয়েই (Covid Rule Break) কোচবিহারের (Coochbehar) তুফানগঞ্জে (Tufangung) বলরামপুর হাইস্কুলের মাঠে সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানস্থলে দেখা গেল থিকথিকে ভিড়। সেখানে দেখা গেল প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকেও। এনিয়ে সাফাই দিয়েছেন তিনি। অনুমতি ছাড়াই অনুষ্ঠান হয়েছে বলে জানিয়েছেন বিডিও। এই ইস্যুতে কড়া সমালোচনা করেছে বিজেপি। এই বিষয়ে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন, প্রশাসনের অনুমতি ছাড়াই অনুষ্ঠান করেছে স্কুল। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


অনুষ্ঠানের দাবিতে বিধি উড়িয়েই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল পড়ুয়ারা। শেষমেশ পড়ুয়াদের চাপে ছোট করে অনুষ্ঠান আয়োজনের কথা বলেন প্রধান শিক্ষক সঞ্জিত দেবনাথ। পড়ুয়াদের আবেগের কথা মাথায় রেখে ৫০ জন নিয়ে অনুষ্ঠান হবে বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু দুপুরে একথা বললেও, সন্ধেয় দেখা যায় ঠিক উল্টো ছবি। দেখা যায়, ছাত্র-ছাত্রী আর অভিভাবকদের ভিড়ে ঠাসা অনুষ্ঠানস্থল। জায়গা নেই ধারণের। সেখানেই অনুষ্ঠান মঞ্চে উজ্জ্বল উপস্থিতি ছিল প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের। তিনি অবশ্য বলেছেন, '৫০ জনের বেশি ছিল, কিছু করার ছিল না, স্কুল চেষ্টা করেছে, অনেকে এলে কিছু করার থাকে না।'


কথায় আর কাজে কেন ফারাক? প্রশ্ন করতেই স্কুল কর্তৃপক্ষের সাফাই, বিধি মেনেই অনুষ্ঠান করা হয়েছিল। কিন্তু অনেকেই চলে আসায় কাউকেই আটকানো যায়নি। আর বিধি ভাঙার এই ছবি দেখেই আসরে নেমে পড়েছে বিজেপি। তুফানগঞ্জের বিজেপির সংযোজক উৎপল দাস বলেছেন, 'রাজ্য সরকার বিধিনিষেধ করেছে বিরোধীদের জন্য, শাসকদলের নেতামন্ত্রীরা থাকলে সেখানে বিধি নেই।'


আরও পড়ুন- নতুন বছরে সুখবর, কোচবিহার-শিলিগুড়ি থেকে ফের চালু হচ্ছে একাধিক বাস