রঞ্জিত হালদার, সোনারপুর: করোনা (COVID Situation) আবহে আপাতত চার দিন বন্ধ থাকছে সোনারপুর (Sonarpur) বাজার। সংক্রমণজনিত পরিস্থিতি খতিয়ে দেখে মঙ্গলবার এমনই সিদ্ধান্ত নিল প্রশাসন। আগামী ৬, ৭, ১০ এবং ১১ জানুয়ারি, সোনার পুরসভা এলাকার সমস্ত বাজার-দোকান বন্ধ থাকবে।
মঙ্গলবার বিকেলে রাজপুর রবীন্দ্রভবনে বারুইপুরের মহকুমাশাসক সুমন পোদ্দার, রাজপুর-সোনারপুর প্রশাসক মণ্ডলীর প্রধান পল্লব দাস, বিধায়ক ফিরদৌসী বেগম, সোনারপুর এবং নরেন্দ্রপুর থানার দুই আধিকারিক, পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কো-অর্ডিনেটর এবং ব্যবসায়ী সমিতির সদস্য উপস্থিতিতে একটি বৈঠক হয়। সেখানেই বাজারপ বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়।
আরও পড়ুন: Birbhum News: ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ হোটেল বুকিং, শান্তিনিকেতনকে পর্যটকশূন্য করার নির্দেশ
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ওই চার দিন শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে সোনারপুর পুরসভা এলাকায়। ওই সময়েও কোভিড বিধি নিয়ে সচেতনতামূলক প্রচার চালিয়ে যাওয়া হবে। মাস্ক পরতে উৎসাহিত করা হবে স্থানীয়দের। মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরোলে কড়া পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। বাজার কমিটিকেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, মাস্ক ছাড়া কোনও ব্যবসায়ীও দোকানে বসতে পারবেন না।
উল্লেখ্য, মঙ্গলবার রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ একধাক্কায় ৯ হাজারের কোটা ছাড়িয়ে গিয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৫২৫ জন। মারা গিয়েছেন ২ জন করোনা রোগী। বাইপাস এক্সটেনশনের এ পারে, কলকাতায় আবার দৈনিক সংক্রমণ ৫ হাজার পার করে গিয়েছে। মারা গিয়েছেন ৫ জন। তাতে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, করোনার তৃতীয় ঢেউ এসে পড়েছে। এখনই সতর্ক না হলে, পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে।
প্রশাসনবের তরফে যদিও সচেতনতামূলক প্রচার চলছেই। এ দিন বিভিন্ন জেলায় নেতা-বিধায়কদের বাজারে গিয়ে কোভিড বিধি নিয়ে সতর্ক করতে দেখা যায় মানুষকে। জায়গায় জায়গায় পুলিশি তৎপরতাও চোখে পড়ে। বিভিন্ন জেলায় আটক করা হয় মাস্কহীনদের।