কলকাতা: করোনা পরিস্থিতি (Corona Situation) নিয়ে সিঁদুরে মেঘ। পরিস্থিতি সামাল দিতে একাধিক ব্যবস্থা রাজ্যের। জারি হল বিধি-নিষেধ। করোনার জেরে সন্ধে ৭টার পর থেকে রাজ্যে বন্ধ থাকবে সমস্ত লোকাল ট্রেন (Local Train Service)। বাকি সময়ে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে পরিষেবা। তবে চলবে দূরপাল্লার ট্রেন। রবিবার নবান্নে করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যসচিব। সেখানেই তিনি জানিয়েছেন, ফের করোনা সংক্রমণ বাড়ার কারণে রাজ্যে জারি করা হচ্ছে একাধিক বিধি-নিষেধ।
উল্লেখ্য, সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব জানিয়েছেন, লোকাল ট্রেনের পাশাপাশি আগামিকাল থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রোও। আগামিকাল থেকেই রাজ্যে জারি আংশিক বিধি-নিষেধ। নতুন বছরে কার্যত লাফিয়ে বেড়েছে করোনা সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় তৎপর রাজ্য। বৈঠকে একাধিক ব্যবস্থার কথা জানানো হয়েছে।
আর কী কী নিষেধাজ্ঞা
- কাল থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান
- সরকারি বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী
- সুইমিং পুল, স্পা, জিম, পার্লার, জিম বন্ধ
- রেস্তোরাঁ পানশালায় ৫০ শতাংশ গ্রাহক
- রাত ১০টা থেকে ৫টায় নাইট কারফিউ
- ৫-এর বেশি করোনা আক্রান্ত এলাকায় মাইক্রো কনটেনমেন্ট জোন
- শপিং মলে ৫০ শতাংশ লোক
- মাস্ক না পড়লে কড়া ব্যবস্থা
- চিড়িয়াখানাসহ সব পর্যটন ক্ষেত্র বন্ধ
- অনুষ্ঠান হলে ৫০ শতাংশ হাজিরা
- কলকাতায় ১১টি জায়গা চিহ্নিত
- অন্য দেশ থেকে আসা যাত্রীদের ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট
উল্লেখ্য, করোনা মোকাবিলায় কড়া বিধিনিষেধ জারি রাজ্য সরকারের। কাল থেকে আপাতত বন্ধ ব্রিটেনের উড়ান। এখন হচ্ছে না ‘দুয়ারে সরকার’। ১ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হল ‘দুয়ারে সরকার’ প্রকল্প। কাল থেকে বন্ধ রাজ্যের সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়ুয়াদের উপস্থিতিতে পঠন-পাঠন হবে না, নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যসচিব। গতকাল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪০০০ ছাড়িয়ে গিয়েছে। কলকাতায় আক্রান্তের সংখ্যা ছিল অর্ধেকেরও বেশি।