জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই উইকেটের পেছনে নতুন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে ঋষভ পন্থ। ভারতীয় দলের তরুণ উইকেট কিপার আর মাত্র ৪ টে ক্যাচ নিতে পারলেই তাঁর পূর্বসূরি মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে একই তালিকায় জায়গা করে নেবেন। টেস্টে ভারতের চতুর্থ উইকেট কিপার হিসেবে ১০০ ক্যাচ ধরার মালিক হবেন পন্থ। এর আগে রয়েছেন ধোনি (২৫৬ ক্যাচ), সৈয়দ কিরমানি (১৬০ ক্যাচ) ও কিরণ মোরে (১১০ ক্যাচ)। টেস্টে উইকেট কিপারদের তালিকায় ৪২ নম্বরে রয়েছেন তিনি।
এর আগে সেঞ্চুরিয়নে দ্রুততম উইকেট কিপার হিসেবে ১০০ শিকারের নজির গড়েছিলেন পন্থ। টপকে গিয়েছিলেন ধোনিকে। প্রথম টেস্টে তেম্বা বাভুমা ছিলেন পন্থের শততম শিকার। ধোনি যেখানে ৩৬ টেস্টে নজির গড়েছিলেন। সেখানে পন্থ তার থেকে ১০ টেস্ট কম পেয়ে মাত্র ২৬ টেস্টেই এই মাইলস্টোন গড়েছিলেন দিল্লির তরুণ। এখনও পর্যন্ত মোট ৬ জন ভারতের জার্সিতে টেস্টে ১০০ শিকারের মালিক হয়েছেন। সেই তালিকায় ধোনি ও পন্থ ছাড়া রয়েছেন, সৈয়দ কিরমানি, কিরণ মোরে, নয়ন মোঙ্গিয়া, ঋদ্ধিমান সাহা। তালিকায় ২৯৪ শিকার নিয়ে শীর্ষে রয়েছেন ধোনি।
এদিকে, ম্যাচ জিতে, ইতিহাস গড়েও স্বস্তি নেই। দক্ষিণ আফ্রিকার (south africa) বিরুদ্ধে সেঞ্চুরিয়ন (centurion) টেস্টে জয় হাসিল করা ভারতীয় দলকে শাস্তির মুখে পড়তে হল। স্লো ওভার রেটের জন্য ফাইন করা হল বিরাটদের। তাদের ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়া হল। শুধু তাইই নয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও এক পয়েন্ট ভারতীয় দলের কেটে নেওয়া হল। ম্যাচ রেফারি অ্যান্ড্রু পাইক্রফট ছিলেন সেঞ্চুরিয়ন টেস্টের দায়িত্বে। তিনিই এই সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার (south africa) বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ১১৩ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বিরাট বাহিনী। এই জয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সামান্য উন্নতি করেছে টিম ইন্ডিয়া। তবে পয়েন্টের শতাংশ একটু বাড়লেও তালিকায় ৪ নম্বরেই রয়েছে তারা।