সন্দীপ সরকার, কলকাতা: দেশজুড়ে ১২ থেকে ১৪ বছর বয়সীদের ভ্যাকসিনেশন শুরু হল। তবে বুধবার বাংলার কোথাও তা শুরু হয়নি। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, সরকারি ক্ষেত্রে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে সোমবার।


করোনা মোকাবিলায় ১২ থেকে ১৪ বছর বয়সীদের জন্য সারা দেশে শুরু হল ভ্যাকসিনেশন। তবে ব্যতিক্রম বাংলা। সরকারি ক্ষেত্র হোক কী, বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম। বুধবার কোথাও শুরু হয়নি এই কর্মসূচি। ১২ থেকে ১৪ বছর বয়সীদের জন্য ১৮ ফেব্রুয়ারি কলকাতায় ভ্যাকসিন পাঠায় কেন্দ্র। ওইদিন ৩০ লক্ষ ৯৬ হাজার ৯০০ করবেভ্যাক্সের ডোজ পাঠানো হয়।  


বাগবাজারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে ভ্যাকসিন আসার পর, প্রায় ২৫ লক্ষ ডোজ জেলায় জেলায় বণ্টনও হয়েছে। তারপরেও এদিন ভ্যাকসিনেশন শুরু হল না। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, ১২ থেকে ১৪ বছর বয়সের কোভিড ভ্যাকসিন দেওয়ার জন্য রাজ্যস্তরে প্রস্তুতি চলছে। এজন্য আরও ২-৩ দিন সময় লাগবে।


গোটা রাজ্যে আনুমানিক ৩০ লক্ষ ভ্যাকসিন দেওয়া হবে। এই মুহূর্তে প্রথম ডোজ দেওয়ার মতোই ভ্যাকসিন আছে। সেইমতো সোমবার এই কর্মসূচি শুরু হতে পারে। স্বাস্থ্য ভবন যখন এই দাবি করছে, তখন বুধবার বাগবাজার সেন্ট্রাল স্টোরে গিয়ে দেখা গেল এই ছবি। জানা গেছে, কলকাতায় প্রায় ৬ লক্ষ ডোজ ভ্যাকসিন বণ্টন হয়নি। 


আরও পড়ুন, ইজরায়েলে মিলল করোনার নয়া প্রজাতি, কোভিড টেস্টের রিপোর্ট আসতেই উদ্বেগ


সরকারি ক্ষেত্রের পাশাপাশি, এদিন বেসরকারি জায়গাতেও ভ্যাকসিন দেওয়া হয়নি। এনিয়ে কী বলছে বেসরকারি হাসপাতালগুলির সংগঠন? পূর্ব ভারতের বেসরকারি হাসপাতাল সংগঠনের সভাপতি রূপক বড়ুয়া, "কত দাম হবে জানি না, বিষয়টি স্পষ্ট নয় তাই ভ্যাকসিন তুলিনি, সবকিছু হয়ে গেলেই ভ্যাকসিন তোলা হবে।" 


এদিকে, কেন্দ্রের নতুন নির্দেশিকা অনুযায়ী, এদিন থেকে ষাটোর্ধ্বদেরও প্রিকশন ডোজ শুরু হয়েছে। কো-মর্ডিবিটি নেই, ষাটোর্ধব এমন ব্যক্তিরাও এই ডোজ নিতে পারবেন। দ্বিতীয় ডোজ নেওয়ার ৯ মাস বা ৩৯ সপ্তাহ পর তা নেওয়া যাবে।