সনত ঝা, বাচ্চু দাস, ফাঁসিদেওয়া (দার্জিলিং): ভারত-বাংলাদেশ (India-Bangladesh Border) সীমান্ত দিয়ে ফের গরুপাচারের চেষ্টার অভিযোগ উঠল। BSF-এর গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। নদিয়ার (Nadia) কৃষ্ণগঞ্জের পর এবার দার্জিলিংয়ের ফাঁসিদেওয়া। 


সীমান্তের ওপারে গরুপাচারের চেষ্টা : BSF’এর গুলিতে ফের গরুপাচারকারীর (Cow Smuggler) মৃত্যু হল ভারত-বাংলাদেশ সীমান্তে ঘটনাস্থল ফাঁসিদেওয়া মহকুমার চটহাট অঞ্চলের মুড়িখাওয়া গ্রাম। ভারত-বাংলাদেশ সীমান্তের এই গ্রামের পরেই নো ম্যানস ল্যান্ড। BSF সূত্রে দাবি, বৃহস্পতিবার রাতে কয়েকজন পাচারকারী এই জায়গা দিয়ে সীমান্তের ওপারে গরুপাচারের (Cow Smuggling) চেষ্টা করছিল। দেখতে পেয়ে তাঁদের আটকানোর চেষ্টা করেন কর্তব্যরত জওয়ানরা। অভিযোগ, জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় পাচারকারীরা। তখন পাল্টা গুলি চালায় BSF-ও। 


ঘটনাস্থলেই মৃত্যু হয় এই যুবকের। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় গরুটিরও। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে খবর, নিহত যুবকের নাম মহম্মদ ইমরান আলি। ১৮ বছরের এই যুবক মুড়িখাওয়া অঞ্চলেরই বাসিন্দা। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে যান ফাঁসিদেওয়া ব্লকের বিডিও। 


ফাঁসিদেওয়ার বিডিও সঞ্জু গুহ মজুমদারের জানান, এখনও কিছু বলা যাচ্ছে না। একজন গুলিবিদ্ধ মারা গেছে। গরুও মারা গেছে। আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। গরুপাচারের একটা সম্ভাবনা রয়েছে। তবুও খতিয়ে দেখা হচ্ছে। 


নদিয়ায় BSF-এর গুলিতে মৃত্যু: ভারত-বাংলাদেশ সীমান্তের এই এলাকায় কাঁটাতারের কোনও ফেন্সিং নেই। অভিযোগ, মাঝেমধ্যে এই এলাকা দিয়ে বাংলাদেশে গরুপাচার করা হয়। দিন পাঁচেক আগে, নদিয়ার কৃষ্ণগঞ্জেও বিএসএফের গুলিতে এক পাচারকারীর মৃত্যু হয়েছিল। এবার একই ঘটনা ঘটল ফাঁসিদেওয়ায়। গরুপাচার মামলার তদন্তে সম্প্রতি সক্রিয়তা বাড়িয়েছে CBI ও ED। গ্রেফতার হয়েছন অনুব্রত মণ্ডল, তাঁর দেহরক্ষী সায়গল হোসেন। সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কিন্তু এরপরও পাচারের চেষ্টা থেমে নেই দু’দেশের সীমান্ত এলাকা। 


কিছুদিন আগে নদিয়ার (Nadia) কৃষ্ণগঞ্জে বিএসএফের (BSF) গুলিতে মৃত্যু হয় এক পাচারকারীর। গরু পাচারে বাধা দিতে গেলে জওয়ানদের উপর ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয় পাচারকারীরা। পাল্টা গুলিতে মৃত্যু হয় পাচারকারীর। উল্লেখ্য, গরু পাচার মামলার তদন্তে উঠে পড়ে লেগেছে সিবিআই, ইডি- দুই কেন্দ্রীয় সংস্থা। গ্রেফতার হয়েছেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। জেলবন্দি তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকেও হেফাজতে নিতে চেয়ে দফায় দফায় জেরা করছে ইডি।


ফের গরু পাচারের অভিযোগ: এই আবহে ফের সামনে এল গরু পাচারের অভিযোগ। সীমান্তে চলল গুলি। শনিবার তখন গভীর রাত। বিএসএফ সূত্রে খবর, নদিয়ার কৃষ্ণগঞ্জের বিষ্ণুপুর বর্ডারে ১৫-২০ জন দুষ্কৃতী গরু পাচারের চেষ্টা করছিল। জওয়ানরা তাদের ধাওয়া করলে, ধারাল অস্ত্র ও লাঠি নিয়ে হামলা চালানো হয়। শূন্যে গুলি ছোড়েন বিএসএফ জওয়ানরা। তা সত্ত্বেও দুষ্কৃতীরা মারধর চালিয়ে যায়। পরিস্থিতি সামলাতে পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। 


বিএসএফের গুলিতে পাচারকারীর মৃত্যু: বিএসএফের গুলিতে এক পাচারকারীর মৃত্যু হয়। বাকিরা বাংলাদেশের দিকে পালায়। বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের মুখপাত্র জানিয়েছেন, পাচারকারীদের ছক ভেসতে যাওয়ায় তারা জওয়ানদের উপর হামলা চালায়। আগেও বহুবার জওয়ানরা গুরুতর আহত হয়েছেন। আত্মরক্ষার জন্য ও পাচার রুখতে কড়া পদক্ষেপ নেয় বিএসএফ। তার জন্য মাঝেমধ্যে পাচারকারীদের ভয়ঙ্কর পরিণতি হয়।