কলকাতা: ১২ জুলাই পর্যন্ত তিহাড় জেলেই কাটাতে হবে অনুব্রত মণ্ডলকে। আজ তাঁর জেল হেফাজতের মেয়াদ বাড়াল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। শনিবার জেলবন্দি মেয়ের সঙ্গে কথা হয়েছে বলে জানালেন অনুব্রত। তাঁর শরীর খারাপের কথাও এদিন জানিয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি।


দু'জনই গরুপাচার মামলায় তিহাড় জেলে বন্দি। এই অবস্থায় আগেই মেয়ের সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছিলেন। অবশেষে দেখা হল। কথা হল। তিহাড় জেলেই শনিবার মেয়ে সুকন্যার সঙ্গে আধঘণ্টা কথা বললেন অনুব্রত মণ্ডল।ইতিমধ্যে রাউস অ্যাভিনিউ কোর্টে জামিনের আবেদন করেছেন সুকন্যা। ১২ মে, সেই মামলার শুনানি হওয়ার কথা। তার আগে এদিন মেয়ের জামিনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন বীরভূমের তৃণমূল সভাপতি। গতকাল অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হয়, সুকন্যার সঙ্গে কথা হয়েছে কিনা। উত্তরে অনুব্রত মণ্ডল জানান, “যা হয়। বাপ-মেয়ের সঙ্গে যা কথা হয়। যতক্ষণ টাইম দিয়েছে, ততক্ষণ দেখা হয়েছে।’’ পাশাপাশি এদিনই ফের বাড়ল অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের মেয়াদ। আগামী ১২ জুলাই পর্যন্ত তিহাড় জেলেই থাকতে হবে লালমাটির জেলার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে।


সম্প্রতি গরুপাচার মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে গরুপাচারের কালো টাকা সাদা করা, বীরভূম জেলা পরিষদের কাজের জন্যও ঠিকাদারদের থেকে কমিশন নেওয়া-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। এই পরিস্থিতিতে সোমবার গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে তোলা হয়। বিচারক ইডির থেকে জানতে চান, গরুপাচার মামলায় তাঁদের তদন্ত কি শেষ হয়েছে? এই মামলায় আর কোনও চার্জশিট দেওয়া হবে কিনাও জানতে চান বিচারক। উত্তরে ইডির আইনজীবী আদালতে জানান, তাদের তদন্ত শেষ হয়নি। এখনও চলছে। এই মামলায় তারা আরও সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে। এরপরই ১২ জুলাই পর্যন্ত অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

এদিন বারবার অনুব্রত মণ্ডলের মুখে শোনা যায় শারীরিক অসুস্থতার কথা। এমনকি আদালতে পরবর্তী শুনানির দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত থাকার আবেদন জানান বীরভূমের তৃণমূল সভাপতি। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। এদিন অনুব্রত মণ্ডল ছাড়াও, গরুপাচার মামলায় ধৃত তার প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন, গরুপাচার মামলায় অন্যতম অভিযুক্ত এনামুল হক, বিএসএফের কমান্ড্যান্ট সতীশ কুমারকেও রাউস অ্যাভিনিউ কোর্টে তোলা হয়েছিল। সকলেরই ১২ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলাদত।

আরও পড়ুন: Skin Care Tips: মুখের ত্বকে ভুল করেও ব্যবহার করবেন না এইসব উপকরণ