Skin Care Tips: ত্বকের পরিচর্যা (Skin Care), বিশেষ করে মুখের ত্বকের যত্নের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। এক্ষেত্রে কয়েকটি উপকরণ রয়েছে যা কোনওভাবেই মুখের ত্বকে লাগানো উচিত নয়। ভুল করেও যদি এইসব ব্যবহার করে ফেলেন তাহলে সমস্যা বাড়বে। তাই জেনে নেওয়া যাক, মুখের ত্বকের পরিচর্যার ক্ষেত্রে কোন কোন জিনিস কখনই ব্যবহার করবেন না।
বডি লোশন- মুখ এবং দেহের অন্যান্য অংশে ক্রিম, ময়শ্চারাইজ, লোশন লাগানোর জন্য আলাদা আলাদা প্রোডাক্ট রয়েছে। তাই যে স্থানে যেটা ব্যবহার করার সেখানেই সেটা করা উচিত। বডি লোশন কখনই মুখে লাগানো উচিত নয়। কারণ আমাদের মুখের ত্বক শরীরে অন্যান্য অংশের ত্বকের তুলনায় অনেক বেশি সেনসিটিভ। তাই বডি লোশন মুখে ব্যবহার করলে তা সমস্যা তৈরি করতে পারে।
পেট্রোলিয়াম জেলি- সাধারণ মুখে আমরা হাল্কা ধরনের ক্রিম বা ময়শ্চারাইজার বা লোশন ব্যবহার করে থাকি। আর অন্যান্য সমস্ত ক্রিমের তুলনায় প্রট্রোলিয়াম জেলি অনেক ভারী হয়। এই ধরনের উপকরণ মুখে ব্রন বা অন্যান্য র্যাশের সৃষ্টি করতে পারে। অতএব সতর্ক থাকুন। ঠোঁট ফেটে গেলে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। তবে ত্বকে কোনওভাবে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা চলবেন না।
টুথপেস্ট- ব্ল্যাকহেডস দূর করতে নাকি কাজে লাগে টুথপেস্ট। এটা একেবারেই সত্যি নয়। উল্টে ত্বকে আপনি টুথপেস্ট লাগালে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। যেমন- ব্রনর সমস্যা হতে পারে। র্যাশ বা লালচে ভাব দেখা দিতে পারে। জ্বলাপোড়া ভাব, স্কিন ইরিটেশন এইসব সমস্যা দেখা দিতে পারে এবং পৌঁছোতে পারে মারাত্মক পর্যায়ে।
লেবুর রস- পাতিলেবুর রস কখনই সরাসরি ত্বকে ব্যবহার করা উচিত নয়। কোনও কিছুর সঙ্গে মিশিয়ে তারপর পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন। ভিটামিন সি থাকার কারণে লেবু যথেষ্ট উপকারি। কিন্তু সরাসরি লেবুর রস ত্বকে লাগানো উচিত নয়। কারণ লেবুর মধ্যে রয়েছে Psoralen নামের একটি উপকরণ যা সেনসিটিভ ত্বকের ক্ষেত্রে নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে।
মুখ ধোয়ার সময় যেসব জিনিস মাথায় রাখবেন
- জোরে জলের ঝাপটা দিয়ে মুখ ধোয়া উচিত নয়। এর ফলে চোখের ক্ষতি হতে পারে।
- মুখ কখনই গায়ের জোরে ঘষে মুছতে যাবেন না। এর প্রভাবে ত্বকের ক্ষতি হতে পারে।
- মুখে ক্রিম হোক বা স্ক্রাব, যা কিছুই ম্যাসাজ করবেন সেটা আলতো হাতে করতে হবে।
আরও পড়ুন- স্ক্রাব হোক বা মাস্ক, ত্বকের যত্নে ঠিক কীভাবে ব্যবহার করবেন কফি?