বীরভূম: গরুপাচার মামলায় এবার অনুব্রত ঘনিষ্ঠ সাঁইথিয়ার চালকল ব্যবসায়ীকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। নিজাম প্যালেসে প্রায় ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ। সিবিআইয়ের দাবি, বাংলাদেশে চাল পাঠান অনুব্রত ঘনিষ্ঠ রবীন টিবরেওয়াল। তাঁর সঙ্গে গরু ব্যবসায়ী এনামুল হকের যোগাযোগের প্রমাণ মিলেছে বলে কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি। সূত্রের খবর, সেই কারণেই এবার গরুপাচার মামলায় সাঁইথিয়ার চালকল মালিককে তলব করা হয়েছে। তদন্তে সহযোগিতা করেছি, দাবি সাঁইথিয়ার চালকল ব্যবসায়ীর।
একাধিক গ্রেফতার, চলছে তদন্ত:এর আগে এই মামলায় একাধিক অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মন্ডল এবং আরও বেশ কয়েকজনকে। এখন তিহাড় জেলে রয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। বাবাকে গ্রেফতারের ৮ মাস পরে সম্প্রতি গ্রেফতার করা হয় তাঁর মেয়ে সুকন্যা মন্ডলকেও। ইডি সূত্রের খবর, গরু পাচার মামলায় এখনও যা তথ্য হাতে এসেছে, তাতে দেখা গিয়েছে, যা লেনদেন হয়েছে তাতে সুকন্যার নামে একাধিক লেনদেন ধরা পড়েছে। একাধিক নথিতে সুকন্যার সই রয়েছে। অনুব্রতর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে জেরা করে ইডি জানতে পারে, গরু পাচার করে যে টাকা হাতে এসেছে। তাতে সুকন্যা মণ্ডল সরাসরি লাভবান হয়েছেন। এর আগে বারবার তিনি দাবি করেছিলেন যা তথ্য সব তাঁর বাবা এবং হিসাবরক্ষক জানেন। এর আগে একাধিকবার তিনি হাজিরা এড়িয়েছিলেন। এবার হাজিরা দিলেও এদিকে জিজ্ঞাসাবাদের সময় কোনওভাবেই সহযোগিতা করছিলেন না সুকন্যা, এমনটাই দাবি ইডির। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ইডি। ইডি সূত্রে দাবি, সুকন্যার নামে কোটি কোটি টাকা, নগদ টাকার খোঁজ মিলেছে। সুকন্যার নামের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে। তাঁর নামে বিপুল অঙ্কের ফিক্সড ডিপোজিট রয়েছে। সুকন্যার নামে চালকল রয়েছে। কিন্তু সেগুলো কিছুই জানেন না বলে দাবি করেছেন সুকন্যা। এদিকে এর আগে যাদের জিজ্ঞাসাবাদ করেছে ইডি, সেখানে নাকি তাঁরা জানিয়েছেন যাবতীয় লেনদেনের বিষয়ে গোড়া থেকেই জানতেন সুকন্যা। তাঁর অনুমতি নিয়েই সব লেনদেন হতো। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় নাকি সম্পূর্ণ উল্টো কথা বলেছেন সুকন্যা। সেই কারণেই ইডি আধিকারিকদের সন্দেহ হয়েছে যে তথ্য লুকোচ্ছেন সুকন্যা।
গরুপাচার মামলায় অনুব্রত মন্ডলের দেহরক্ষী সায়গল হোসেন গ্রেফতার হয়েছেন। ওই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিউড়ি থানার আইসি শেখ মহম্মদ আলিকে। মামলার অন্যতম চক্রী অনুপ মাঝির থেকে 'প্রোটেকশন মানি' নেওয়ার অভিযোগ ওঠে। একাধিক সাক্ষীর বয়ানে উঠে আসে মহম্মদ আলি শেখের নাম উঠে আসে বলেই সূত্রের খবর। আরও পড়ুন: কিডনিতে পাথর জমার সমস্যা এড়াতে প্রতিদিনের জীবনে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি