Realme GT Neo 3T: রিয়েলমি জিটি নিও ৩টি ফোনের (Realme Smartphone) দাম কমেছে ভারতে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের (Flipkart) বিগ সেভিং ডে'জ সেল ২০২৩- এ এই ফোন পাওয়া যাবে ১০ হাজার টাকা কমে। গতবছর সেপ্টেম্বর মাসে রিয়েলমি জিটি নিও ৩টি ফোন লঞ্চ হয়েছিল ভারতে। লঞ্চের সময় এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ২৯,৯৯৯ টাকা। তবে সেই মডেল এখন ফ্লিপকার্টে পাওয়া যাবে ১৯,৯৯৯ টাকায়। Dash Yellow, Drifting White, Shade Black- এই তিনটি রঙে পাওয়া যাবে রিয়েলমির এই ফোন। প্রথম দুই রঙের মডেলে ফোনের রেয়ার প্যানেল বা পিছনের অংশে একটি chequered flag প্যাটার্ন দেখা যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, ফ্লিপকার্টের বিগ সেভিং ডে'জ সেল শুরু হতে চলেছে আগামী ৫ মে।
রিয়েলমি জিটি নিও ৩টি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার
- এই ফোনে রয়েছে ৬.৬২ ইঞ্চির E4 AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। এই ফোনের ডিসপ্লেতে রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন।
- রিয়েলমি জিটি নিও ৩টি ফোনে রয়েছে ৮০ ওয়াটের SuperDart ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট। সংস্থার দাবি ফোনে ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ১২ মিনিটে।
- এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর রয়েছে। এছাড়াও ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- রিয়েলমি জিটি নিও ৩টি ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি।
Lava Smartphone: ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে বাজেট স্মার্টফোন (Budget Smartphone)। সেই তালিকাতেই লঞ্চ হয়েছে ভারতের নিজস্ব সংস্থা লাভা-র নতুন ফোন। এবার লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ১এক্স ৫জি (Lava Blaze 1X 5G)। লাভা ব্লেজ ১এক্স ৫জি ফোন লঞ্চ হয়েছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ নিয়ে। এই ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। গ্লাস গ্রিন এবং গ্লাস ব্লু- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ১এক্স ৫জি ফোন। অফলাইনে কেনা যাবে এই ফোনটি। এই স্মার্টফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির একটি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। লাভা সংস্থার এই নতুন ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ চিপসেট। গত কয়েক মাসে ভারতে লাভা সংস্থা একাধিক ফোন লঞ্চ করেছে। এই তালিকায় রয়েছে লাভা ব্লেজ ২, লাভা ইয়ুভা ২ প্রো এবং লাভা অগ্নি ২ ৫জি।