কলকাতা: গরু পাচার (Cow Smuggling Case) মামলায় ধৃত এনামুল হককে (Enamul Haque) তিহাড় জেলে গিয়ে জেরার অনুমতি পেল সিআইডি (CID)। মুর্শিদাবাদের (mURSHIDABAD) রঘুনাথগঞ্জের একটি মামলার সূত্রে সিআইডি (cid) এনামুলকে জেরা করতে চায় । এর আগে এনামুলের তিন পলাতক ভাগ্নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিআইডি। ওই তিনজনের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিও উদ্ধার হয়েছে। 


মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জ (Raghunathganj) থানায় একটি গরু পাচারের মামলায় এবার, তিহাড় জেলে (Tihar Jail) গিয়ে এনামুল হককে জেরা করার অনুমতি পেল রাজ্যের গোয়েন্দা সংস্থা CID। এর পাশাপাশি, এনামুলের ৩ ভাগ্নের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 


ED’র হাতে গ্রেফতার হন এনামুল: গরু পাচার মামলায় গ্রেফতার করেছিল CBI। সেই মামলায় জামিন পাওয়ার পর ED’র হাতে গ্রেফতার হন এনামুল হক। এখন দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন তিনি। এবার তিহাড় জেলে গিয়ে সেই এনামুলকে জেরা করার অনুমতি পেল রাজ্যের গোয়েন্দা সংস্থা CID।


মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানায় একটি গরু পাচারের মামলা দায়ের হয়। সেই মামলায়, এনামুলকে জেলে গিয়ে জেরা করার CID’র আবেদন মঞ্জুর করল জঙ্গিপুর আদালত । সূত্রের খবর, শীঘ্রই তিহাড় জেলে গিয়ে এনামুলকে জেরা করবে সিআইডি। এর পাশাপাশি, এনামুলের ৩ ভাগ্নের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে । সূত্রের দাবি, CBI’এর হাতে এনামূল গ্রেফতার হওয়ার পরও গরু পাচারের কারবার চলছিল। 


অফিস-দোকান সিল: নামূলের হয়ে সেই কারবার চালাতেন তাঁর ৩ ভাগ্নে । সম্প্রতি, অভিযুক্তদের মুর্শিদাবাদের চালকল, বেন্টিঙ্কস্ট্রিটের অফিস, রাজারহাটের দোকানে তল্লাশি চালায় CID। অফিস-দোকান সিল করে দেওয়া হয় । সূত্রের দাবি, সেখান থেকে এ’সংক্রান্ত বেশ কিছু নথি উদ্ধার হয়েছে । CID সূত্রে দাবি, এনামুলের ৩ ভাগ্নের বিদেশে আমদানি-রপ্তানির ব্যবসা রয়েছে। এনামুল ঘনিষ্ঠ জেনারুলকে জেরা করে এই সব তথ্য হাতে এসেছে।


সূত্রের দাবি, সম্ভবত তাঁরা সৌদি আরবে (Saudi Arabia) লুকিয়ে রয়েছেন। এবার তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। সূত্রের দাবি, ভবিষ্যতে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার পথে এগোতে পারে সিআইডি (cid)।


আরও পড়ুন: Anubrata Mondal Daughter :ব্যবসায় টাকার উত্‍স কী ? অনুব্রত-কন্যাকে নোটিস ধরিয়ে জানতে চাইল সিবিআই