কলকাতা: ফের অভিষেককে তলব ইডির। ১৩ সেপ্টেম্বর অভিষেককে তলব ইডির, সোশাল মিডিয়ায় পোস্ট করে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৩ সেপ্টেম্বর দিল্লিতে ইন্ডিয়া-র সমন্বয় কমিটির বৈঠকের দিনেই তলব, সোশাল মিডিয়ায় পোস্ট অভিষেকের। ইন্ডিয়ার সমন্বয় কমিটির আমি একজন সদস্য, সেই দিনেই তলব ইডির, সোশাল মিডিয়ায় পোস্ট করলেন অভিষেক। ৫৬ ইঞ্চি ছাতির কাপুরুষোচিত কাজ, আক্রমণ অভিষেকের।


এই প্রসঙ্গে বিজেপিকে নিশানা করেছে তৃণমূলের মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু। ফেসবুক পোস্টে দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, তৃণমূলের নবজোয়ার কর্মসূচি তখন মধ্যগগনে। ২৪ ঘণ্টার নোটিসে ডেকে পাঠানো হল তাঁকে। মাঝপথে কর্মসূচি থামিয়ে তিনি গেলেন, বুক চিতিয়ে বেরিয়ে এসে পুনরায় কর্মসূচিতে যোগ দেওয়ার পরেই আবার ডেকে পাঠানো হল তাঁকে! কর্মসূচিতে বিঘ্ন ঘটানোর এই ফন্দি-ফিকির ধরে ফেলতে শুরু করল বাংলার মানুষ। তারপরে পঞ্চায়েত ভোট মিটল। নোংরামির জবাবও মিলল বেশ কষিয়ে! বাবুরা বিচ্ছিরিভাবে হেরে বেশ চুপচাপই ছিলেন! তারপরে হল ধূপগুড়ি। জেতা আসনখানা মুখের সামনে থেকে নির্মমভাবে ছিনিয়ে নিল ছেলেটা। আর সহ্য হয়? টিম ইন্ডিয়ার সমন্বয় দলের প্রথম মিটিংয়ের দিনেই আবার ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়তে হবে লম্বা লম্বা ল্যাজ নিয়ে.. আঁচড় কামড় চালিয়ে যেতে হবে আবারও কিছুদিন!


বুধবার, বিরোধীদের জোট INDIA-এর সমন্বয় কমিটির বৈঠকের দিনই তাকে তলব করেছে ED. সোশাল মিডিয়ায় এমনই দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও কোন মামলায় কোথায় তলব করা হয়েছে, তার উল্লেখ করেননি তৃণমূল সাংসদ। আইনের চোখে উনি সন্দেহভাজন অভিযুক্ত। বলে ডাকবে না কি? পাল্টা কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী


G20 শীর্ষ সম্মেলন নিয়ে দেশজুড়ে চর্চার মধ্যেই, ফের কি দেখা গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা? ১৩ সেপ্টেম্বর, বুধবার দিল্লিতে NCP নেতা শরদ পওয়ারের বাসভবনে, প্রথমবার বৈঠকে বসতে চলেছে বিরোধীদের জোট INDIA-র সমন্বয় কমিটি। আর ঠিক সেদিনই, তাঁকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করেছে বলে দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।




রবিবার সন্ধে সাতটা ৫০ মিনিটে, তৃণমূল সাংসদ এক্স হ্যান্ডলে লেখেন, ১৩ সেপ্টেম্বর, দিল্লিতে 'INDIA'র সমন্বয় কমিটির প্রথম বৈঠক রয়েছে। আমিও সেই কমিটির একজন সদস্য। কিন্তু, জেনেবুঝে ঠিক সেদিনই ED আমাকে ডেকে পাঠিয়ে নোটিস দিয়েছে। ৫৬ ইঞ্চি ছাতির মডেলের ভয় ও অন্তঃসারশূন্যতা দেখে বিস্মিত হতে হয়।


তবে কোন মামলায়, কোথায় তলব করা হয়েছে, তার উল্লেখ করেননি অভিষেক। এর আগে কয়লা পাচার মামলা তিনবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে ED. ২০২১-এর ৬ সেপ্টেম্বর ২০২২ সালের ২১ মার্চ, দিল্লিতে এবং ওই বছর ২ সেপ্টেম্বর, কলকাতায় জিজ্ঞাসাবাদ করে ED.