বীরভূম : ‘পঞ্চায়েতে তৃণমূলকে জুতো মেরে তাড়াতে হবে। তৃণমূলের যে সব নেতারা ডুবে ডুবে জল খায়, তাদেরকে এবার ডুবিয়ে দিতে হবে, যাতে আর ভাসতে না পারে।ঝান্ডার ডান্ডা মোটা করতে হবে, কাস্তেতে শান দিতে হবে’, বীরভূমের মাড়গ্রামের সমাবেশ থেকে হুমকি মহম্মদ সেলিমের। মঙ্গলবার বীরভূমের মাড়গ্রামে বামেদের চোর ধরো, জেল ভরো কর্মসূচি ছিল। মহম্মদ সেলিমের নেতৃত্বে মিছিল হয়। মিছিলে যোগ দেয় সিপিএমের জেলা নেতৃত্ব। মিছিল শেষে পথসভার আয়োজন করা হয়। সেখান থেকেই কার্যত তৃণমূলকে আক্রমণ শানান সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।


'ঝান্ডার ডান্ডা মোটা করতে হবে, কাস্তেতে শান দিতে হবে’ : সেলিম


মিছিলের শেষে পথসভা থেকে মহম্মদ সেলিমের আক্রমণ, 'তৃণমূলকে জুতো মেরে তাড়াতে হবে। তৃণমূলের অনেক নেতাকে দেখেছেন, তাঁরা সব ডুবে ডুবে জল খেত না ?  এবার তাঁদের ডুবিয়ে দিতে হবে যাতে না ভেসে উঠতে পারে। কেউ যদি ভেবে থাকে কাস্তের শান ভোঁতা হয়েছে, একটু লুঠ চালাব, তাহলে আমার ভাইদের বলব কাস্তে ভাল করে শান দিয়ে রাখতে হবে। তাতে ধান, মান ও ইমান বাঁচবে।' রাজ্য সম্পাদকের সুরেই তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন সুজন চক্রবর্তী।


ভোট হলেই তৃণমূল হারবে : সুজন


সম্ভবত আগামী এপ্রিলে রাজ্য পুলিশ দিয়ে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন করার কথা রাজ্য নির্বাচন কমিশন ও প্রশাসন সূত্রে খবর মেলার পরই বামেদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, 'তৃণমূল কি চায় ভোট হোক ? ভোট হলেই তো তৃণমূল হারবে। রাজ্য পুলিশ দিয়ে ভোট করা মানে তো আসলে ভোট লুঠ। জবরদস্তি। ২০১৮-র নির্বাচনের কথা সবার মনে আছে। প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবে না। জমা দিতে পারলে ভোট করতে পারবে না। ভোট করতে পারলে গুণতে পারবে না। গুণে জিতে সার্টিফিকেট পেলে তা কেড়ে নেবে। রাজ্য পুলিশ দিয়ে ভোট করানোর কথা বলছে কারণ যাতে তা গণতন্ত্রের সম্মত মনোভাবের প্রতিফলন না হয়। মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য ওঁরা মুখিয়ে আছে।'



বিজেপি নেতা রাহুল সিনহার আক্রমণ, 'একের পর এক দুর্নীতি সামনে আসছে তাই দ্রুত পঞ্চায়েত ভোট সেরে ফেলতে চাইছে রাজ্য সরকার।'


আরও পড়ুন- ‘বেআইনিভাবে নিযুক্ত সকলের চাকরি যাবে নভেম্বরে,কলকাতায় জড়ো হয়ে টাকা ফেরত চাইবে’ : শুভেন্দু