কলকাতা : রাজ্য পুলিশ দিয়েই পঞ্চায়েত ভোট (Panchayat Vote) হতে চলেছে। রাজ্য নির্বাচন কমিশন ও প্রশাসন সূত্রে এমন ইঙ্গিত মিলতেই শুরু রাজনৈতিক তরজা। রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত ভোটের সিদ্ধান্ত হলে প্রয়োজনে কংগ্রেসের পক্ষ থেকে আদালতে যাওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। তারা কেন্দ্রীয় বাহিনীর অধীনে ভোটের দাবি জানাচ্ছে।


প্রশাসন সূত্রে খবর , সম্ভবত এপ্রিলে পঞ্চায়েত ভোট। কাল ২০টি জেলার আসন বিন্যাস-আসন সংরক্ষণ নিয়ে খসড়া তালিকা প্রকাশ হবে। জানুয়ারিতে প্রকাশিত হতে পারে বিজ্ঞপ্তি। এছাড়া রাজ্য পুলিশ দিয়েই পঞ্চায়েত ভোট হতে পারে বলে সূত্রের খবর।


সুর চড়ালেন অধীর-


এই ইস্যুতে এবার সুর চড়ালেন অধীর চৌধুরী। রাজ্যের শাসক দলকে একহাত নিয়ে তিনি বলেন, "এই নির্বাচন কমিশনটা রাজ্যের নির্বাচন কমিশন। রাজ্যের নির্বাচন কমিশনার সরকারি দলের কথায় ওঠাবসা করবে। সরকারি দলকে তুষ্ট করতে ব্যস্ত থাকবে, এটা স্বাভাবিক। এটাই বাংলার পরিচিত চেহারা। তাই গত পৌর নির্বাচন আমরা লুঠতরাজ, সন্ত্রাস সবই দেখলাম। অথচ এখানকার নির্বাচন কমিশন চুপ। কারণ, এখানকার নির্বাচন কমিশনের অধীনে ভোট করা মানে তৃণমূল নেতার অধীনে ভোট করা। নির্বাচন কমিশন তৃণমূলের আর একটা শাখা সংগঠন। নির্বাচনকে প্রহসনের সুবন্দোবস্ত থাকবে। তাই গত নির্বাচনেও এরাজ্যের মানুষ দেখেছেন, শুধুমাত্র নির্বাচনের দিন ৬০-৬৫ জন মানুষ এরাজ্যে খুন হয়েছেন। সারা পশ্চিমঙ্গে ৩৪ শতাংশ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। ২০ হাজার আসনে বিনা প্রতিন্দ্বিতায় তৃণমূল জয়ী হয়েছে। পঞ্চায়েত নির্বাচনটাকে প্রহসনে রূপান্তরিত করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল দল ইলেকশন না করে সেটাকে সিলেকশনে পরিণত করে দেয়। তাদের কে কে মেম্বার হবে, সন্ত্রাস করে তা সিলেক্ট করে নেয়। তারা ইলেক্ট হয় না, তৃণমূল পার্টির দ্বারা সিলেক্ট হয়।"


এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের দাবি জানাতে পারে কংগ্রেস। প্রদেশ সভাপতি বলেন, "আমাদের দাবি থাকবে, কেন্দ্রীয় বাহিনীর অধীনে ভোট। একসময় হয়েছিল। মীরা পাণ্ডের আমলে। আমরা সেই দাবি করব। দরকার হলে কংগ্রেসের পক্ষ থেকে আদালতে যাব। কারণ, আমরা এখানকার নির্বাচন কমিশনকে, স্থানীয় প্রশাসনকে বিশ্বাস করি না । নির্বাচন, প্রশাসন, পার্টি মিলেমিশে পঞ্চায়েত লুঠ করেছে। আবার তারা করবে। এখন থেকে সেই পরিকল্পনা করছে। ষড়যন্ত্র করছে।"


আরও পড়ুন ; মার্চ-এপ্রিলে হতে পারে পঞ্চায়েত নির্বাচন, ইঙ্গিত রাজ্য নির্বাচন কমিশনের