উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : পরাজয়ের কারণ বিশ্লেষণের পাশাপাশি দলের একাংশের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় শুদ্ধকরণ (Purification) প্রক্রিয়া শুরু করল সিপিএম (CPIM)। বিভিন্ন প্রশ্ন ফর্মে সাজিয়ে শুরু হয়েছে মূল্যায়ন প্রক্রিয়া।
একুশের বিধানসভা (Assembly Election) ভোটে শূন্য হয়েছে সিপিএম। পুরসভার ভোটে হাতে এসেছে একমাত্র তাহেরপুর। পঞ্চায়েত ভোটেও (Panchayat Election) তারা কোনও দাগ কাটতে পারেনি। এমনকী হালে ধূপগুড়ির উপনির্বাচনেও (Dhupguri By Election) জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই পরিস্থিতিতে, পরাজয়ের কারণ বিশ্লেষণের পাশাপাশি দলের একাংশের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় শুদ্ধকরণ প্রক্রিয়া শুরু করল সিপিএম।
যেখানে দলের সদস্য়দের নিজেদের মূল্য়ায়ন করতে এই ফর্ম দেওয়া হচ্ছে। যার ওপরে লেখা, পার্টি রাজ্য় কমিটি নির্দেশিত ত্রুটি সংশোধন অভিযান পরিচালনা সংক্রান্ত ব্য়ক্তিগত মূল্য়ায়ন প্রোফর্মা। এই ফর্মে একাধিক প্রশ্ন রাখা হয়েছে। নিজের দায়িত্বের বর্ণনা থেকে শুরু করে সেখানে জানতে চাওয়া হয়েছে, পারিবারিক জীবনে পুরুষতান্ত্রিকতা ও আধিপত্যের মানসিকতার থেকে কতটা মুক্ত হতে পেরেছেন ?
কিছুদিন আগেই, সিপিএমের এক নেতার বিয়ের খরচ ও গাড়ি কেনাকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতিতে জোর বিতর্ক হয়। মূল্যায়নের প্রশ্নপত্রেও দলীয় সদস্য়দের কাছে জানতে চাওয়া হয়েছে, বিবাহ ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে, বিলাসবহুল ব্যয় অর্জন করে চলার ক্ষেত্রে, আপনার নিজস্ব মূল্যায়ন ও অভিজ্ঞতা কী। পাশাপাশি, সামাজিক ও পারিবারিক জীবনে ধর্মীয় আচার ও অভ্যাস থেকে মুক্ত থাকতে কতটা সক্ষম হয়েছেন, তাও জানতে চাওয়া হয়েছে। এখন প্রশ্ন হল, শৃঙ্খলারক্ষার ক্ষেত্রে শান দিয়ে রাজ্য়ে সিপিএমের অবস্থার উন্নতি সম্ভব? সেই উত্তর আপাতত সময়ের গর্ভে।
আরও পড়ুন- পুজোয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা, সমস্যা সমাধানে খোলা থাকছে একাধিক হেল্পলাইন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন