রুমা পাল, কলকাতা : আসন্ন দুর্গোৎসবে (Durga Puja 2024) নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে উদ্যোগী প্রশাসন। তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বিদ্যুৎ দফতর (Electricity Department)। খোলা থাকছে একাধিক হেল্পলাইন। 


পুজোর বাকি আর এক মাসের কিছু বেশি। দিকে দিকে প্রস্তুতি তুঙ্গে। আনন্দের উৎসবে যেন অন্ধকার না নামে, সেই লক্ষে প্রস্তুতি শুরু করে দিল সরকারও (West Bengal Government)। বুধবার, WBSEDCL, DVC, CESC, পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল, কোল ইন্ডিয়া সহ ১৭ টি সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)।


আসন্ন দুর্গোৎসবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে আলোচনায় জোর দেওয়া হয়, তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গুলিতে পর্যাপ্ত পরিমাণে কয়লা সরবরাহ, বিদ্যুৎ সংবহন ও বণ্টন ব্যবস্থা স্থিতিশীল রাখা সহ বিভিন্ন বিষয়ে। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা অভিযোগ করেছেন, চুপি চুপি বিভিন্ন খাতে দর বৃদ্ধি করে বিদ্যুতের বিল ব্যাপক ভাবে বাড়িয়ে দিচ্ছে এই সরকার। এই ভাবে লুকিয়ে-চুরিয়ে দাম বৃদ্ধি, পকেটমারির সমান। পাল্টা জবাব দিয়ে বিদ্য়ুৎমন্ত্রী বলেছেন, কোনও গ্রাহকের ওপর চাপ পড়েনি, মাসুল বৃদ্ধি হয়নি। ৭ টাকা ১২ পয়সা ২০১৬ সাল থেকে।


পুজোর মরশুমে কোথায় কোনও রকম সমস্যা দেখা দিলে, যাতে সাধারণ মানুষ থেকে পুজোর উদ্যোক্তারা সংশ্লিষ্ট জায়গায় জানাতে পারেন, তার জন্য় খোলা হয়েছে বেশ কয়েকটি হেল্পলাইন। জগদ্ধাত্রী পুজো পর্যন্ত চালু থাকা কন্ট্রোলরুমের নম্বরগুলি হল - 9800793503 ও 9800793504। অন্যদিকে, পুজো কমিটির জন্য স্পেশাল নম্বর হল- 
9831079666 ও 9831083700।


                                                                                                                                                                            


আরও পড়ুন- চলতি বছরে প্রাথমিক টেটের দিন ঘোষণা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial