রাজীব চৌধুরী, ভাস্কর ঘোষ, অনির্বাণ বিশ্বাস: সমবায় নির্বাচনকে ঘিরে আজ সকালে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মুর্শিদাবাদের বহরমপুরের দৌলতাবাদ। দফায় দফায় সংঘর্ষে জড়ান বাম-কংগ্রেস ও তৃণমূলের কর্মীরা। বিরোধীদের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগও ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। দিনের শেষে সমবায় নির্বাচনে জয়ী হলেন বাম-কংগ্রেস জোট সমর্থিত প্রার্থীরা। অন্য দিকে, পূর্ব মেদিনীপুরের সুতাহাটায় একটি সমবায় নির্বাচনে জয়ী হল বিজেপি। (Murshidabad Cooperative Vote)

রবিবার সকালে একটি সমবায় নির্বাচনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে হয়ে ওঠে মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ। কয়েক জন মিলে একজনকে মারধর করছেন, পুলিশ দেখেও ভ্রূক্ষেপ নেই, বরং ধাক্কা দিয়ে পুলিশকর্মীকে সরিয়ে দেওয়া হচ্ছে, এমন ছবি ধরা পড়ে দৌলতাবাদে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে শেষে পদক্ষেপ করতে নামে পুলিশ। ব্যাপক লাঠিচার্জ করা হয় সেখানে। (CPM-Congress vs TMC)

দিনের শেষে দেখা গেল, সমবায় নির্বাচনে তৃণমূলকে হারিয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে বাম-কংগ্রেস জোট। ভোটের ফল বেরোতেই উচ্ছ্বাসে ভাসেন বাম কংগ্রেস কর্মীরা। প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তী বলেন, "এই জয় আগামীর বার্তা। এই জয় চোর-জোচ্চোরদের বিরুদ্ধে বার্তা।"

কলকাতা হাইকোর্টের নির্দেশে আট বছর পর সমবায় নির্বাচন হল বহরমপুরের মহারাজ কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে। মোট ৪৩টি আসন রয়েছে সেখানে। ভোটারের সংখ্যা ১ হাজার ৫৬।  মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে জোট করে প্রত্যেকটি আসনেই প্রার্থী দিয়েছিল বাম-কংগ্রেস। সরাসরি তৃণমূলের সঙ্গে লড়াই ছিল তাদের। আর আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে মাঝারি মাপের সমবায় সমিতি হলেও, এই সমবায় নির্বাচন কার্যত প্রেস্টিজ ফাইট হয়ে উঠেছিল শাসক ও বিরোধীদের মধ্যে। মনোনয়ন পর্ব থেকেই সেখান থেকে অশান্তির খবর উঠে আসছিল।

রবিবার সকালে সেই আবহেই ভোটগ্রহণ শুরু হয় দৌলতাবাদ হাইস্কুলে।  ভোটকেন্দ্র থেকে কয়েকশো মিটার দূরে বহরমপুর-জলঙ্গি রাজ্য সড়কের দুদিকে ক্যাম্প অফিস করেছিল বাম-কংগ্রেস এবং তৃণমূল। এই অবস্থায়, ভোটারদের বাধা দেওয়ার অভিযোগকে ঘিরে প্রথমে বাম-কংগ্রেস জোট ও তৃণমূলের মধ্যে বচসা শুরু হয়, কয়েক মুহূর্তের মধ্যে তা সংঘর্ষের রূপ নেয়। বিরোধীদের ক্যাম্প অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। শেষে ভোটকেন্দ্র থেকে পুলিশ বাহিনী গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অশান্তি বাঁধানোর অভিযোগে আটক করা হয় ১০ জনকে। অভিযোগ, তৃণমূল পরিচালিত বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল নেতা আইজউদ্দিন মণ্ডলের নেতৃত্বে তাণ্ডব চলে। তবে ফল বেরোতে দেখা যায়, ৪৩টি আসনের মধ্যে ৩৯টিতেই জয় পেয়েছে বাম কংগ্রেস জোট। অন্য দিকে তৃণমূল সমর্থিত প্রার্থীরা পেয়েছেন মাত্র চারটি আসন। এই ফলাফলে উচ্ছ্বসিত সিপিএম-ও। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "এই তো প্রমাণ যে মানুষ মতামত দিতে চাইছেন। কিন্তু তৃণমূল সেই মতামত চায় না। এই জন্য কত জায়গায় সমবায় নির্বাচন বন্ধ করে দিয়েছে।"