নয়াদিল্লি: এক হতাশাজনক আইপিএল মরশুমের (IPL 2025) শেষ ম্যাচে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স (SRH vs KKR)। প্রতিপক্ষ গত বারের ফাইনালিস্ট সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে কেকেআরের একাদশে কোনও বদল ঘটানো হয় কি না, লুভনিথ সিসোদিয়ার মতো কোনও ম্যাচে সুযোগ না পাওয়া নতুন কাউকে সুযোগ দেওয়া হয় কি না, সেই দিকে সকলের নজর ছিল।
ম্যাচের টসের সময় কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানেকে (Ajinkya Rahane) নিয়মমাফিকই এই প্রশ্ন করা হয়। তবে রাহানে স্পষ্ট জানিয়ে দেন দল ১৮দিন পরে ম্যাচ খেলতে মাঠে নামছে। তাই একাদশে কোনও বদল না ঘটিয়েই নাইটরা মাঠে নামছে বলে জানান তিনি। নাইট অধিনায়ক বলেন, 'দলে কোনও বদল নেই। আমরা ১৮ দিন পর মাঠে নামছি তাই সত্যি বলতে দলের বিষয়ে আমি নিশ্চিত নই।'
অপরদিকে, সানরাইজার্স হায়দরাবাদের একাদশেও কোনও বদল ঘটানো হয়নি বলে জানান প্যাট কামিন্স। এক একাদশ নিয়েই জয়ের হ্যাটট্রিক করে মরশুম শেষ করতে আগ্রহী নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সানরাইজার্স হায়দবাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। তাই কেকেআরকে প্রথমে বল করতে দেখা যাবে। রাহানে জানান বিগত কয়েক ম্যাচে এই মাঠে রান তাড়া করেই দলগুলি জিতেছে, তাই তিনি টস জিতলে এমনিও প্রথমে বোলিংই করতেন।
আপাতত লিগ তালিকায় কেকেআর সাত নম্বরে ও সানরাইজার্স হায়দরাবাদ আট নম্বরে রয়েছে। প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়ায় সম্মানরক্ষা ছাড়া এই ম্যাচ থেকে আপাত অর্থে কারুরই আর কিছু পাওয়ার নেই। তবে ম্যাচ জিততে কে না চায়। দুই পয়েন্ট নিয়ে জয় দিয়েই এক হতাশাজনক মরশুম শেষের লক্ষ্যে আজ মাঠে নামবেন অজিঙ্ক রাহানে ও প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দুই দল।
দুই দলের মুখোমুখি লড়াইয়ে কিন্তু কেকেআর অনেকটাই এগিয়ে। সানরাইজার্সের বিরুদ্ধে গত বারের ফাইনালসহ ২৯টি ম্যাচে মাঠে নেমে কেকেআর ২০টিতে জয়ের হাসি হেসেছে। নয়াদিল্লির মাঠে আজ বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। তাই রবিবাসরীয় সন্ধেতে ৪০ ওভার জুড়ে দুই দলের এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করতেই পারেন সমর্থকরা। এখন দেখার ম্যাচ শেষে জয়ের হাসি হাসে কোন দল।
কেকেআরের একাদশ:-
কুইন্টন ডিকক (উইকেটকিপার), সুনীল নারাইন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), মণীশ পাণ্ডে, রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, রমনদীপ সিংহ, বৈভব আরোরা, হর্ষিত রানা, এনরিখ নোখিয়া, বরুণ চক্রবর্তী
ইমপ্যাক্ট ক্রিকেটার-
অনুকূল রায়, বেঙ্কটেশ আইয়ার, অঙ্ককৃষ রঘুবংশী, স্পেনসার জনসন, লুভনিথ সিসোদিয়া
ম্যাচের লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে...