সনৎ ঝা, আশাবুল হোসেন ও দীপক ঘোষ, কলকাতা :  উপরাষ্ট্রপতি নির্বাচন ( Vice President Election ) নিয়ে নানা অঙ্কের জল্পনা বাতাসে ভাসছে। সেই জল্পনাকে দ্বিগুণ করে, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ( Kunal Ghosh ) বললেন, ‘জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)  আদি বিজেপি নন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee ) ফ্যান।’ আবার সিপিএম সরাসরি অভিযোগ করছে, যে তৃণমূল-বিজেপি আঁতাঁত করেই জগদীপ ধনকড়কে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে। 


তৃণমূল-বিজেপি আঁতাঁতের বিস্ফোরক অভিযোগ
বিজেপি সমর্থিত NDA’র প্রার্থী জগদীপ ধনকড়? না কি কংগ্রেস সহ ১৭ বিরোধী দলের সম্মিলিত প্রার্থী মার্গারেট আলভা?  উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের সমর্থন কোন দিকে যাবে, তা এখনও স্পষ্ট নয়। আর এই প্রেক্ষাপটেই তৃণমূল-বিজেপি আঁতাঁতের বিস্ফোরক অভিযোগে সরব হল সিপিএম।


' বিজেপি-তৃণমূল দার্জিলিঙের বৈঠকে আলোচনা করেই জগদীপ ধনকড়কে উপ রাষ্ট্রপতিপদে প্রার্থী করেছে। ' বিস্ফোরক অভিযোগ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। অভিযোগের একই সুর কংগ্রেসের লোকসভা নেতা অধীর চৌধুরীর গলাতেও। 


দার্জিলিং-এ মুখ্যমন্ত্রী - ধনকড় সাক্ষাৎ 
১৩ জুলাই পাহাড়ে যান জগদীপ ধনকড়। বাগডোগরা বিমানবন্দরে নেমে রাজ্য সরকারকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ করেন।  তারপর সমতল থেকে পাহাড়ে উঠে রাজভবনে পৌঁছন। পাহাড়ে আগে থেকেই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 
সূত্রের খবর, দার্জিলিংয়ের রাজভবনে মুখ্যমন্ত্রীকে চা খাওয়ার আমন্ত্রণ জানান জগদীপ ধনকড়। সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী। আগে থেকেই সেখানে ছিলেন বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী ও মোদি-অমিত শাহের অত্যন্ত আস্থাভাজন সেনাপতি হিমন্ত বিশ্বশর্মা। বৃহস্পতিবার রাজভবনে প্রায় আড়াই ঘণ্টা ছিলেন মুখ্যমন্ত্রী।

শনিবার উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে জগদীপ ধনকড়ের নাম ঘোষণা করে বিজেপি । রবিবার কংগ্রেস, সিপিএম, এনসিপি সহ ১৭টি বিরোধী দল তাদের প্রার্থী হিসাবে মার্গারেট আলভার নাম ঘোষণা করে। কিন্তু, অনুপস্থিত থাকে তৃণমূল।
এই প্রেক্ষাপটেই দার্জিলিংয়ের রাজভবনে জগদীপ ধনকড়, হিমন্ত বিশ্বশর্মা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের প্রসঙ্গ তুলে সিপিএমের পাশাপাশি আক্রমণ শানিয়েছে কংগ্রেসও। 


বাম - কংগ্রেসের প্রশ্ন 


মহম্মদ সেলিম প্রশ্ন তোলেন, ' আড়াই ঘণ্টা ধরে কী আলোচনা হয়েছে? সে বিষয়ে চুপ কেন? ' অধীর চৌধুরী বলেন, ' দার্জিলিংয়ের বৈঠক থেকেই তো সব স্পষ্ট। মমতা গেলেন, রাজ্যপাল গেলেন, অসমের মুখ্যমন্ত্রী গেলেন। ... আমরা প্রথম থেকে বলে আসছি, রাজ্যপাল রাজ্যের সংঘাত লোক দেখানো। ' 


তৃণমূল সূত্রে খবর, ২১ জুলাই, বিকেলে উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কাকে সমর্থন করা হবে, তা নিয়ে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।