Vivo T1x India Launch: ভারতে লঞ্চ হল ভিভোর নতুন ফোন ভিভো টি১এক্স (Vivo T1x)। ভিভো ‘টি’ সিরিজের এই ফোন (Vivo T Series Phone) একটি বাজেট সেগমেন্টের (Budget Segment Phone) ডিভাইস। অর্থাৎ তাক লাগানো ফিচার থাকলেও ফোনের দাম সাধ্যের মধ্যেই রয়েছে। একনজরে দেখে নেওয়া যাক ভারতে ভিভো টি১এক্স ফোনের দাম এবং বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন।


ভারতে ভিভো টি১এক্স ফোনের দাম ও উপলব্ধতা


এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। এছাড়াও ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১২,৯৯৯ টাকা। আর ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪,৯৯৯ টাকা। অর্থাৎ ১৫ হাজার টাকার মধ্যেই ভিভো টি১এক্স ফোন কিনতে পারবেন আপনি। আগামী ২৭ জুলাই থেকে ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোন কেনা যাবে। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে ১০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় পাবেন ক্রেতারা। এছাড়াও ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে এই ফোন কিনলে ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া সুযোগ থাকছে।


ভিভো টি১এক্স ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও এই ফোনে ডুয়াল সিমের (ন্যানো) স্লট, অ্যান্ড্রয়েড ১২ এবং Funtouch OS 12- র সাপোর্ট রয়েছে।

  • একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর রয়েছে ভিভো টি১এক্স ফোনে। এছাড়াও রয়েছে চার স্তরীয় কুলিং সিস্টেম। গেম খেললেও ফোন যাতে গরম না হয় সেই জন্য রয়েছে এই ফিচার।

  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটিংস রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

  • ভিভো টি১এক্স ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের ওজন ১৮২ গ্রাম।


আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হবে গুগল পিক্সেল ৬এ? প্রকাশ্যে সম্ভাব্য দাম